দিল্লি, 5 ফেব্রুয়ারি : পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনুক সেনা ৷ এই মর্মে রেজ্যুলিউশন আনুক কেন্দ্রীয় সরকার। সেনা প্রধানের বক্তব্যের রেশ টেনে আজ লোকসভায় এই দাবি তোলেন কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরি ৷
চিন-পাকিস্তান যৌথ শক্তির মোকাবিলায় কি প্রস্তুত ? POK প্রসঙ্গে কেন্দ্রকে প্রশ্ন অধীরের
কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি বলেন, ‘‘সেনা প্রধান বলেছেন, সংসদ তাদের নির্দেশ দিলে পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের কবজায় নিয়ে আসবেন তারা ৷ তাহলে সরকার সেনাকে বলুক যে, আমরা পাক অধিকৃত কাশ্মীর চাই ৷’’
কংগ্রেস সাংসদ বলেন, ‘‘সেনা প্রধান বলেছেন, সংসদ তাদের নির্দেশ দিলে পাক অধিকৃত কাশ্মীরকে নিজেদের কব্জায় নিয়ে আসবে তারা ৷ তাহলে সরকার সেনাকে বলুক যে, আমরা পাক অধিকৃত কাশ্মীর চাই ৷ আমরা যদি পাক অধিকৃত কাশ্মীরে কিছু করি, তাহলে চিনের সঙ্গে যুদ্ধ করতে হবে ৷ আপনারা কি একত্রে পাকিস্তান আর চিনের বিরুদ্ধে মোকাবিলা করতে প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন, তাহলে পাক অধিকৃত কাশ্মীরকে কেন আমাদের দেশের সঙ্গে যুক্ত করছেন না?’’
গত মাসে সেনাপ্রধান জেনেরাল এমএম নারাভানে বলেছিলেন, ‘‘জম্মু ও কাশ্মীরের সমস্তটাই আমাদের অংশ ৷ যদি নির্দেশ পাওয়া যায় তাহলে পুরো পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে আনা হবে ৷’’