পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা পরবর্তী পরিস্থিতিতে বিশ্বে অতিরিক্ত 10 মিলিয়ন কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে মত ILO-র - আন্তর্জাতিক শ্রম সংস্থা

কোরোনা পরবর্তী পরিস্থিতিতে বিশ্বজুড়ে 10 মিলিয়ন অতিরিক্ত কর্মসংস্থান তৈরি হতে পারে । ফলে দেশগুলির অর্থনীতিও চাঙ্গা হয়ে উঠবে । আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইউরোপের রাষ্ট্রসংঘের অর্থনৈতিক কমিশনের রিপোর্টে একথা বলা হয়েছে ।

চাকরি
চাকরি

By

Published : May 22, 2020, 2:47 PM IST

Updated : May 22, 2020, 7:17 PM IST

হায়দরাবাদ,22 মে : কোরোনা পরবর্তী পরিস্থিতিতে পরিবহন খাতে বিনিয়োগের ফলে বিভিন্ন দেশে লাখ লাখ কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হতে পারে । ফলে দেশগুলির অর্থনীতিও চাঙ্গা হয়ে উঠবে । আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইউরোপের রাষ্ট্রসংঘের অর্থনৈতিক কমিশনের রিপোর্টে একথা বলা হয়েছে ।

এই রিপোর্টে বলা হয়, বিশ্বজুড়ে 10 মিলিয়ন অতিরিক্ত কর্মসংস্থান তৈরি হতে পারে । তার মধ্যে 2.9 মিলিয়ন কর্মসংস্থান UNECE অঞ্চলে তৈরি হতে পারে । তবে, সেক্ষেত্রে সমস্ত যানবাহন বৈদ্যুতিক চালিত হতে হবে । পাশাপাশি বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় 5 মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরি হবে । যার মধ্যে 2.5 মিলিয়ন কর্মসংস্থান UNECE অঞ্চলে তৈরি হবে । কিন্তু সেক্ষেত্রে UNECE দেশুগুলিকে গণপরিবহনে দ্বিগুণ বিনিয়োগ করতে হবে ।

পরিবহন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে চাকরির সুযোগ তৈরি হতে পারে । যার মধ্যে পণ্য ও পরিষেবা ক্ষেত্রও রয়েছে । তবে, সেক্ষেত্রে তেলে বিনিয়োগের পরিমাণ কমিয়ে পণ্য ও পরিষেবা খাতে বৃদ্ধি করতে হবে ।

রিপোর্টে বলা হয়, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার ফলে গ্রিন হাউজ় গ্যাসের নিঃসরণ, বায়ু ও শব্দ দূষণ ও যানজট হ্রাস পাবে । যার ফলে পথ দুর্ঘটনা কমবে । পাশাপাশি পরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব করে তোলার সম্পর্কিত কাজে যাতে বেশি চাকরির সুযোগ তৈরি হয় তার জন্য বেশ কিছু নীতি প্রয়োগের পরামর্শ দেওয়া হয় ওই রিপোর্টে । যার মধ্যে দক্ষতার উন্নয়ন, সামাজিক সুরক্ষা, শ্রমবাজার নীতি, সমাজমূলক সংলাপের প্রচার ও কাজে মৌলিক অধিকারের বিষয়গুলি রয়েছে ।

Last Updated : May 22, 2020, 7:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details