হায়দরাবাদ,22 মে : কোরোনা পরবর্তী পরিস্থিতিতে পরিবহন খাতে বিনিয়োগের ফলে বিভিন্ন দেশে লাখ লাখ কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হতে পারে । ফলে দেশগুলির অর্থনীতিও চাঙ্গা হয়ে উঠবে । আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইউরোপের রাষ্ট্রসংঘের অর্থনৈতিক কমিশনের রিপোর্টে একথা বলা হয়েছে ।
এই রিপোর্টে বলা হয়, বিশ্বজুড়ে 10 মিলিয়ন অতিরিক্ত কর্মসংস্থান তৈরি হতে পারে । তার মধ্যে 2.9 মিলিয়ন কর্মসংস্থান UNECE অঞ্চলে তৈরি হতে পারে । তবে, সেক্ষেত্রে সমস্ত যানবাহন বৈদ্যুতিক চালিত হতে হবে । পাশাপাশি বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় 5 মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরি হবে । যার মধ্যে 2.5 মিলিয়ন কর্মসংস্থান UNECE অঞ্চলে তৈরি হবে । কিন্তু সেক্ষেত্রে UNECE দেশুগুলিকে গণপরিবহনে দ্বিগুণ বিনিয়োগ করতে হবে ।