দিল্লি, 9 অক্টোবর : মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁও হিংসায় জড়িত থাকার অভিযোগে 83 বছর বয়সি স্টান স্বামীকে গ্রেপ্তার করেছে NIA । তাঁর 23 অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আদালত ।
ফাদার স্টান স্বামী দীর্ঘদিন ধরে আদিবাসী উন্নয়নে কাজ করছেন ৷ তাঁর গ্রেপ্তারের ঘটনায় কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করেছেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ ৷
2018 সালের এই মামলায় প্রবীণতম অভিযুক্ত, আদিবাসী অধিকার নিয়ে লড়াই করা সমাজসেবী 83 বছরের স্টান স্বামীকে গতরাতেই ঝাড়খণ্ডের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় । এর আগেও একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ।
2017 সালের 1 জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা কোরেগাঁওয়ে দলিত বিজয় দিবস অনুষ্ঠানে গন্ডগোল হয় । সেই গন্ডগোলে জড়িত সন্দেহে অধ্যাপক ও কবি ভারভারা রাও, আইনজীবী সুধা ভরদ্বাজ, দলিত সমাজতত্ত্ববিদ আনন্দ তেলেতুণ্ডে, সমাজকর্মী অরুণ ফেরেরা, গৌতম নওলাখা সহ অনেককেই গ্রেপ্তার করা হয় ।
বিরোধীরা অবশ্য দাবি করেছে, সরকারের বিরোধিতা করার জন্যই ওই সমাজকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল ।