জয়পুর, 19 মে : লকডাউনের চতুর্থ দফা । একে একে বাড়ি ফিরতে শুরু করেছেন ভিনরাজ্যের শ্রমিকরা । কেউ হেঁটে 1300 কিলোমিটার, কেউ শিশুকে কোলে নিয়ে মাইলের পর মাইল হাঁটছেন । কোথাও কারোর পায়ে চটি নেই, কোথাও আবার বাচ্চাকে জলটুকুও দিতে পারছেন না । এই অবস্থায় এমন শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলেন রাজস্থানের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ । প্রখর রোদে হেঁটে যাঁরা বাড়ি ফিরছেন, জয়পুরে তাঁদের জন্য জুতো, চটি, জল ও খাবারের ব্যবস্থা করলেন তিনি ।
রাজস্থান থেকে হেঁটে বাড়ি ফিরছেন শ্রমিকরা । তার মধ্যে বেশিরভাগই রয়েছেন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের শ্রমিক । তাঁদের কারও ঠিকমতো খাবার জুটছিল না । প্রখর রোদে হেঁটেছেন । মিলছিল না জলও । কেউ রাস্তায় অসুস্থ হয়ে পড়লে মেলেনি পরিষেবা । চটি ছাড়াই অনেকে মাইলের পর মাইল হেঁটেছেন । শ্রমিকদের এই করুণ অবস্থা দেখে তাঁদের সাহায্য়ের কথা ভাবেন আদর্শনগরের ACP পুষ্পেন্দর সিং । কেনেন জুতো, চটি, খাবার, জলের বোতল । আয়োজন করেন পোশাকেরও । একটি এলাকায় তাঁবু খাটিয়ে ভিনরাজ্যের শ্রমিকদের এসব বিতরণ করতে শুরু করেন তিনি ।