দিল্লি, 19 জুন : মঙ্গলবার থেকে গালওয়ান ভ্যালির নিকটবর্তী এলাকায় ভারত ও চিনের সেনার মধ্যে সীমান্ত ইশুতে আলোচনা চলছে । গতকাল সকালেও আলোচনা হয়েছে বলে সেনা সূত্রে খবর । সেখানে আর কোনও সংঘর্ষ চায় না বলে চিনের তরফেও জানানো হয়েছে । কিন্তু স্যাটেলাইট চিত্র বলছে অন্য কথা । গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ক্রমেই সামরিক শক্তি বাড়াচ্ছে চিন । নির্মাণকাজের জন্য কাঁচামাল মজুত করা হচ্ছে, সেই ছবিও দেখা গেছে ।
ক্রমশ উত্তপ্ত হয়েছে ভারত-চিন সীমান্ত । লাদাখ সীমান্তে সংঘর্ষে ইতিমধ্যেই ভারতের 20 জন জওয়ান শহিদ হয়েছেন । তারপর থেকেই পরিস্থিতি সামাল দিতে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক চলছে । গতকাল তৃতীয়বার উভয় দেশের সেনার মধ্যে আলোচনা হয় । আলোচনা হয় মেজর জেনেরাল স্তরেও । পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আসে ও শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়, সেই লক্ষ্যেই এই আলোচনা বলে সেনার তরফে জানানো হয় ।
সূত্রের খবর, আগের বেশ কয়েকটি আলোচনায় ঠিক হয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে দু'পক্ষের জওয়ানরাই সরে দাঁড়াবে । এবং ওই এলাকাকে নো ম্যানস ল্যান্ডে পরিণত করা হবে । কিন্তু তারপরও ভারতীয় ভূখণ্ডে প্যাট্রল পয়েন্ট 14-তে চিন সেনা ঘাঁটি গাড়তে শুরু করে । মোতায়েন করতে থাকে আরও বাহিনী । জানা গেছে, পিপল লিবারেশন আর্মির এই 800 জন জওয়ানের একাংশই সোমবার গালওয়ানে ভারতীয় জওয়ানের উপর হামলা চালায় । যাতে শহিদ হন 20 জন জওয়ান ।