দেরাদুন, 6 অগাস্ট : উত্তরাখণ্ডে দুটি পৃথক পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল কমপক্ষে 14 জনের ৷ এদের মধ্যে রয়েছে 9 জন স্কুল পড়ুয়া ৷ প্রথম দুর্ঘটনাটি টিহরি জেলার ৷ এই দুর্ঘটনায় একটি স্কুলভ্যান খাদে পড়ে যায় ৷ দ্বিতীয় দুর্ঘটনাটি বদ্রীনাথ হাইওয়ের ৷
উত্তরাখণ্ডে খাদে পড়ল স্কুলভ্যান, মৃত 9 পড়ুয়া - uttarakhand accident
উত্তরাখণ্ডে দুটি পৃথক পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল 14 জনের ৷ প্রথম দুর্ঘটনাটি টিহরি জেলার মদন নেগি ও জলবাল গ্রামগামী সড়কের ৷ এতে এখনও পর্যন্ত 9 পড়ুয়া প্রাণ হারিয়েছে ৷
টিহরি জেলার মদন নেগি ও জলবাল গ্রামগামী সড়কের মাঝে একটি স্কুলভ্যান খাদে পড়ে যায় ৷ ওই ভ্যানে 20 জন ছিল ৷ তাদের মধ্যে কমপক্ষে ন'জন মারা যায় ৷ খবর পেয়ে ওই এলাকায় পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ ঘটনাস্থানেই কয়েকজন মারা গেছিল ৷ তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ বাকিদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ কীভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷
অন্যদিকে, বদ্রীনাথ হাইওয়েতে একটি যাত্রীবাহী বাসে বড় পাথরের চাঁই পড়ে ৷ যার জেরে বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন ৷ এদের মধ্যে পাঁচজন মারা যান ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷