বিশাখাপটনমে ক্রেন ভেঙে মৃত 11 - পরীক্ষা-নিরীক্ষার সময় ভেঙে পড়ল ক্রেন
13:37 August 01
দুর্ঘটনার সময় ক্রেনটির তলায় আটকে পড়েন অনেকে । উদ্ধারকাজ চলছে ।
বিশাখাপটনম, 1 অগাস্ট : পরীক্ষা-নিরীক্ষার সময় ভেঙে পড়ল ক্রেন । মৃত 11 । বিশাখাপটনমের হিন্দুস্তান শিপইয়ার্ডের ঘটনা । দুর্ঘটনার সময় ক্রেনটির তলায় আটকে পড়েন অনেকে । উদ্ধারকাজ চলছে ।
রক্ষণাবেক্ষণের জন্য হিন্দুস্তান শিপইয়ার্ডে একটি ক্রেনের পরীক্ষা চলছিল । সকাল থেকেই তাতে কাজ করছিলেন অনেকে । দুপুরে হঠাৎই সেটি ভেঙে পড়ে । বুঝে ওঠার আগেই ক্রেনটির নিচে আটকে পড়েন বহু ।
প্রথমে ছ'জনের মৃত্যুর খবর সামনে আসে । পরে জানা যায় আরও দু'জনের মৃত্যু হয়েছে । পরে আরও তিন জনের মৃত্যুর খবর সামনে আসে । শেষ পাওয়া খবর পর্যন্ত এই নিয়ে এখনও পর্যন্ত মোট 11 জনের মৃত্যু হয়েছে । আহত অনেকেই । ক্রেনের নিচ থেকে উদ্ধারের কাজ চলছে । মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ।