পুনে (মহারাষ্ট্র) 1 জুন : কোরোনার জেরে মহারাষ্ট্র সরকার এই বছর বিশ্ববিদ্যালয়গুলিতে শেষ বর্ষের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয় ৷ এই সিদ্ধান্তের সমালোচনা করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ৷ তাঁদের দাবি, মহারাষ্ট্র ইউনিভার্সিটিস্ অ্যাক্ট এই সিদ্ধান্ত সমর্থন করে না ৷ সরকারের উচিত এই সিদ্ধান্ত প্রত্যাহার করা ৷
গতকাল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, COVID19 প্যানডেমিকের জেরে এই মুহুর্তে পরীক্ষা নেওয়া সম্ভব নয় ৷ সেমেস্টারের সমস্ত মার্কস জুড়ে ছাত্রদের নম্বর দিয়ে দেওয়া হবে ৷ তিনি বলেন, ''আমি উপাচার্যদের সাথে কথা বলেছি ৷ তাঁরা উপাচার্য হতে পারেন, তবে বাবা মায়ের মতোই ৷ সন্তানদের বিপদের মুখে ঠেলে দিতে পারি না ৷ যেসব ছাত্রছাত্রীরা মনে করছে পরীক্ষায় বসলে ভালো ফল করত, পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের সুযোগ দেওয়া হবে ৷''