পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহিলা IPS আধিকারিকদের উদ্দেশে অশ্লীল টুইট, দায়ের FIR - উত্তরাখণ্ডের খবর

মুসৌরিতে কয়েকজন মহিলা  IPS আধিকারিক টুইটারে অশ্লীল মন্তব্যের শিকার হলেন । লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে ঘটনার অভিযোগ জানিয়ে উত্তরাখণ্ড পুলিশে FIR দায়ের করা হয়েছে ।

ips
ips

By

Published : Jun 5, 2020, 10:41 PM IST

মুসৌরি, 5 জুন : কয়েকজন মহিলা IPS আধিকারিক টুইটারে অশ্লীল মন্তব্যের শিকার হলেন । সিভিল সার্ভিসের মুসৌরির প্রশিক্ষণ কেন্দ্রের তরফে এই ঘটনায় অভিযোগ জানিয়ে FIR দায়ের করা হয়েছে । স্থানীয় প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করার কথা জানানো হয়েছে ।

লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এই বিষয়টি জানিয়ে একটি টুইট করা হয় । তারা টুইটে লেখে, “আজ কয়েকজন মহিলা IPS আধিকারিককে নির্দিষ্ট কয়েকটি টুইটার অ্যাকাউন্ট থেকে অশ্লীল, অবমাননাকর মন্তব্য করা হয়েছে । আমাদের প্রতিষ্ঠান এই ধরনের টুইটের তীব্র নিন্দা জানায় । উত্তরাখণ্ড পুলিশের কাছে এই ঘটনায় FIR দায়ের করা হয়েছে ।”

ঘটনার তদন্ত শুর করেছে STF সাইবার সেল । STF-র DIG (ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল)রিধিম আগরওয়াল জানিয়েছেন, সাইবার পুলিশ স্টেশনে ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে । তার ভিত্তিতেই তদন্ত করছে পুলিশ ।

তবে শুধুমাত্র ওই কয়েকজন মহিলা আধিকারিককের বিরুদ্ধেই অবমাননাকর , অশ্লীল কন্টেন্ট টুইট হয়েছিল তা নয় । তাঁরা ছাড়াও অন্য আধিকারিকদের লক্ষ্য করেও একইভাবে অবমাননাকর টুইট করা হয়েছিল ওই অ্যাকাউন্টগুলি থেকে ।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS) এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) । ঘটনার তদন্তের কথা জানিয়ে অপরাধীকে শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা ।

IPS-র তরফে টুইট করে ঘটনার নিন্দা জানানো হয়েছে । টুইটে লেখা হয়, “আমরা এই ধরনের অবমাননাকর মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাই । আমরা মনে করি সংশ্লিষ্ট পুলিশ সংস্থা তদন্ত করবে এবং অপরাধীকে গ্রেপ্তার করবে । আমরা মহিলা আধিকারিকদের মর্যাদা রক্ষার জন্য সংকল্পবদ্ধ । ”

IAS-র তরফে টুইটে লেখা হয়, “আমরা IPS আধিকারিকদের বিরুদ্ধে এই ধরনের অবমাননাকর পোস্টের তীব্র নিন্দা জানাই । এইরকম বিকৃত মানসিকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই । আমরা এই অ্যাকাউন্টগুলি রিপোর্ট করেছি । টুইটার ইন্ডিয়াকে এই ধরনের পোস্ট এবং অ্যাকাউন্ট রিমুভ করার অনুরোধ করছি ।”

ABOUT THE AUTHOR

...view details