শ্রীনগর, 5 অগাস্ট : 2019-এর 5 অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করতে ভারতীয় সংবিধান থেকে 370 ধারা ও 35এ ধারাটি প্রত্যাহার করে BJP সরকার ৷ আর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয় ৷ একটা লাদাখ ৷ আর অপরটি জম্মু ও কাশ্মীর ৷ তারপর এক বছর কেটে গেছে ৷ কেন্দ্রের এই ঐতিহাসিক পদক্ষেপ তাৎপর্যপূর্ণভাবে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করে দেয় ৷ একইসঙ্গে আঞ্চলিক রাজনীতিও ব্যাপকভাবে প্রভাবিত হয় ৷ যখন জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন সংসদে পাশ হয় তখন সরকার একটা বিষয় নিশ্চিত করে ৷ সেটা হল যেন কোনওমতেই সংসদের বাইরে কোনওরকম মতবিরোধ কন্ঠস্বর না ওঠে ৷
বিচ্ছিন্নতাবাদী নেতাদের বেশিরভাগ সেইসময়ে জেলে ছিলেন ৷ আর মূল ধারার বেশিরভাগ নেতাদের আটক করা হয়েছিল ৷ তাঁদের মধ্যে জম্মু ও কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন ৷ ঠিক একইসঙ্গে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সমগ্র জম্মু ও কাশ্মীরে কঠোর বিধিনিষেধ প্রয়োগ করা হয় ৷ এমনকী, সমস্ত ধরনের টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয় ৷ 370 ধারা ও 35 এ ধারা খর্বের আগে ও ঠিক পরে প্রায় 10 হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় ৷ পাশাপাশি ফারুখ আবদুল্লা, ওমার আবদুল্লা ও মেহবুবা মুফতির মতো তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক ও পরে জনসুরক্ষা আইনের আওতায় গ্রেপ্তার করা হয় ৷ কিছু মাস পর ফারুখ ও ওমার আবদুল্লাকে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু মেহবুবা মুফতিকে জেলেই রাখা হয় ৷ বেশিরভাগ বিচ্ছিন্নতাবাদী নেতারা এখনও জেলে ৷ অনেককে আবার আটকও করা হয়েছে ৷
5 অগাস্ট কাশ্মীরের রাজনৈতিক ক্ষেত্রে এক অদ্ভুত নিস্তব্ধতা লক্ষ্য করা যায় ৷ কয়েক মাস পর উপত্যকায় প্রথম রাজনৈতিক কার্যকলাপ লক্ষ্য করা যায় ৷ যেখানে প্রাক্তন PDP নেতা সৈয়দ আলতাফ বুখারি তাঁর অনুগামীদের নিয়ে 'আপনি পার্টি' নামে একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করেন ৷ সৈয়দ আলতাফ ও তাঁর অনুগামীদের PDP থেকে বহিষ্কার করা হয়েছিল ৷ এরপরই বুখারি ও তাঁর অনুগামীদের বিরোধিরা একটি অভিযোগ তোলে ৷ তারা অভিযোগ করে, যে বুখারি ও তাঁর অনুগামীরা BJP-র সঙ্গে হাত মিলিয়েছে ৷ কারণ দিল্লিতে BJP-র কিছু শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে বুখারিকে সাক্ষাৎ করতে দেখা যায় ৷ যদিও বুখারি সেই অভিযোগ অস্বীকার করেন ৷ তিনি বলেন, তাঁর দল দিল্লি ও কাশ্মিরীদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা মেটাতে মুখ্য ভূমিকা গ্রহণ করছে ৷ তিনি জানান, তাঁর দল মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলির সমাধানেরও চেষ্টা করবে ৷