দিল্লি, ১ মার্চ : আজ দেশে ফিরছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। গতকাল এক বিবৃতিতে তাঁকে ছাড়ার কথা ঘোষণা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন অভিনন্দনের বাবা-মা। এখন অপেক্ষায় গোটা দেশ। কোথায়, কখন বা কীভাবে অভিনন্দনের হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হবে তা এখনও জানা যায়নি। তবে গতকাল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের একটি টুইট থেকে আভাস পাওয়া যায়, ওয়াঘা সীমান্তে অভিনন্দনের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
আজ দেশে ফিরছেন অভিনন্দন - panjab
আজ দেশে ফিরছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন অভিনন্দনের বাবা-মা। এখন অপেক্ষায় গোটা দেশ।
বুধবার সকালে পাকিস্তানের F-16 বিমান ভারতের বায়ুসীমা লঙ্ঘন করে। তার উপযুক্ত জবাব দেয় ভারতও। পাকিস্তানের একটি যুদ্ধবিমানকে ধ্বংস করা হয়। এদিকে, অভিযান চলাকালীন ভারতের একটি বিমান নিখোঁজ হয়। পরে পাকিস্তান জানায়, ওই যুদ্ধবিমানের পাইলট তাদের হেপাজতে আছে। বিকেলে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দার শাহকে সমন পাঠায় বিদেশ মন্ত্রক। বুধবার এক বিৃবতি জারি করে বিদেশমন্ত্রক বলে, "ভারতীয় বায়ুসেনার জখম অফিসারের প্রতি পাকিস্তানের ঘৃণ্য মনোভাবের প্রতিবাদ জানাচ্ছে ভারত। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের পরিপন্থী।" বিবৃতিতে আরও বলা হয়, "পাকিস্তানের প্রতি উপদেশ, তাদের হেপাজতে যেন ওই অফিসারের ক্ষতি না হয়। পাশাপাশি, ভারতের আশা, তাঁকে অক্ষত অবস্থায় তাড়াতাড়ি দেশে পাঠানো হবে।"
এই ঘটনায় গোটা দেশ যখন ভারতের পাশে থেকে পাকিস্তানকে দুষছে তখন খানিকটা চাপের মুখে পড়েই গতকাল ইমরান খান ঘোষণা করেন, "উইং কমান্ডারকে ছেড়ে দেওয়া হবে।" এখন অপেক্ষা শুধুই অভিনন্দনের দেশে ফেরার।