দিল্লি, 14 অক্টোবর : অভিজিৎ ব্যানার্জির নোবেল প্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ৷ আজ মোট চারটি টুইট করে অভিজিৎকে শুভেচ্ছা জানান মহাত্মা গান্ধির আত্মজীবনীর এই লেখক ৷
টুইট বার্তায় রামচন্দ্র গুহ লেখেন, "অভিজিৎ ব্যানার্জি ও এস্থার ডুফলো অর্থনীতিতে নোবেল পেয়েছে শুনে আমি আপ্লুত ৷ তাঁরা এই সম্মান পাওয়ার যোগ্য৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিল অভিজিৎ ৷"
অভিজিতের গান ও রান্নারও প্রশংসা করে টুইট করেন রামচন্দ্র গুহ ৷ লেখেন, "অভিজিৎ চমৎকার রাঁধে ৷ হিন্দুস্থানি শাস্ত্রীয় সংগীতের অনুরাগী৷ তার কাজ দেশের বহু তরুণ গবেষককে অনুপ্রাণিত করেছে ৷ এই নোবেলকে অভিজিতের কঠোর পরিশ্রম (হার্ডওয়ার্ক) ও হার্ভার্ডের প্রতি শ্রদ্ধা হিসেবে দেখা যেতে পারে৷ " উল্লেখ্য, অভিজিৎ ব্যানার্জি হার্ভার্ড থেকে Ph.D করেছেন ।