পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত AAP বিধায়ক অতিশি - AAP বিধায়ক কোরোনা আক্রান্ত

গতকাল জ্বর আসে ৷ তারপরই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ আজ জানা যায়, AAP বিধায়ক অতিশি কোরোনা আক্রান্ত ৷

অতিশি
অতিশি

By

Published : Jun 18, 2020, 3:41 AM IST

দিল্লি, 17 জুন : কোরোনায় আক্রান্ত AAP বিধায়ক অতিশি ৷ 39 বছর বয়সি অতিশী দক্ষিণ দিল্লির কালকাজি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি ৷ গতকাল তাঁর জ্বর ও কাশি উপসর্গ দেখা গিয়েছিল ৷ তারপরই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ আজ সেই পরীক্ষার রিপোর্ট আসে ৷ সামান্য উপসর্গ থাকায় আপাতত তিনি হোম কোয়ারানটিনে রয়েছেন ৷

AAP-র বিধায়কদের মধ্যে যাঁরা কোরোনায় আক্রান্ত, তাঁদের মধ্যে অতিশি তৃতীয় ৷ বাকি দু'জন হলেন বিশেষ রবি (করোল বাগ) ও রাজকুমার আনন্দ (প্যাটেল নগর) ৷

অতিশির আরোগ্য কামণা করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি লেখেন, "কোরোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অতিশিজী ৷ আমি আশা করি তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন ৷"

বৃহত্তর কৈলাশ এলাকায় AAP-র বিধায়ক সৌরভ ভরদ্বাজ আজ দুপুরে টুইট করেন, "তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন অতিশী ও অক্ষয় মারাঠে (একজন AAP সদস্য ৷ তিনিও কোরোনায় আক্রান্ত ৷) খুব শীঘ্রই কোরোনামুক্ত হন ৷"

দিল্লিতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 44,688 ৷ যেখানে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 26,351 ৷ মৃত্যু হয়েছে 1,837জনের ৷

ABOUT THE AUTHOR

...view details