দিল্লি, 15 মে : শীঘ্রই অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে । আর সেকথা মাথায় রেখেই আজ যাত্রীদের জন্য একটি নির্দেশিকা জারি করল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া । মাস্ক পরার পাশাপাশি চার ফুট দূরত্ব বজায় রাখা সহ একাধিক নিয়ম পালনের কথা বলা হয়েছে সেখানে ।
অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালুর সম্ভাবনা, যাত্রীদের জন্য নির্দেশিকা AAI-র - corona news updates
বিমানে যাত্রার সময় মাস্ক, স্যানিটাইজ়ারের পাশাপাশি যাত্রীদের ফোনে থাকতে হবেআরোগ্য সেতু অ্যাপ । নির্দেশিকা জারি করল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ।
ছবি
তৃতীয় দফার লকডাউন উঠলেই চালু হতে পারে বিমান পরিষেবা । দিন কয়েক আগেই এখবর প্রকাশ্যে এসেছিল । জানানো হয়েছিল, আপাতত অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হতে পারে । তবে আন্তর্জাতিক বিমান ওঠা-নামা শুরু হবে না। আজ সেই সূত্র ধরেই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে একটি টুইট করা হয় । টুইটে বলা হয়, বিমানে যাতায়াতের সময় যাত্রীদের নিম্নলিখিত নিয়মগুলি মেনে চলতে হবে-
- আরোগ্য সেতু অ্যাপ অবশ্য়ই থাকতে হবে যাত্রীদের ফোনে ।
- যাত্রাকালে মাস্ক, গ্লাভস সহ অন্যান্য সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করতে হবে ।
- সহযাত্রীর সঙ্গে ন্যূনতম 4 ফুটের দূরত্ব বজায় রাখতে হবে ।
- ওয়েব চেকিং করে বোর্ডিং পাসের একটি প্রিন্ট আউট নিতে হবে ।
- যাত্রার সময় একটি 350 মিলিগ্রামের স্যানিটাইজ়ারের বোতল নিতে হবে। বারবার হাত স্যানিটাইজ় করতে হবে ।
- বিমানবন্দরের কর্মীদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে ।