পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়ি থেকে উদ্ধার অচৈতন্য মহিলা, নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে হায়দরাবাদ পুলিশ - 2015 সালে ধর্ষণের সংখ্যা ছিল 3.2 লাখ

হায়দরাবাদে আবার এক মহিলাকে অচৈতন্য অবস্থায় তাঁর বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ ৷ পুলিশের অনুমান , যৌন হেনস্থার শিকার হতে পারেন তিনি ৷

photo
photo

By

Published : Dec 1, 2019, 9:01 AM IST

হায়দরাবাদ , 1 ডিসেম্বর : এক মহিলাকে অচৈতন্য অবস্থায় তাঁর বাড়ি থেকে উদ্ধার করল পুলিশ ৷ গতকাল ঘটনাটি ঘটে হায়দরাবাদে ৷ পুলিশের অনুমান , তিনি যৌন হেনস্থার শিকার হতে পারেন৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দিন কয়েক আগেই শামশাবাদের একই এলাকা থেকে দুই যুবতির দেহ উদ্ধার ঘিরে চলছে প্রতিবাদ ৷ সেই রেশ কাটার আগে ফের একটি ঘটনা রাজ্যের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল ৷

পশু চিকিৎসকের গণধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে তেলাঙ্গানা ৷ একই সঙ্গে প্রতিবাদ শুরু হয়েছে অন্যান্য শহরেও ৷ দিল্লিতে গতকাল অপরাধীদের বিচার চেয়ে অনু দুবে নামে একজন যুবতি সংসদের সামনে একাই অবস্থান শুরু করেন ৷ পুলিশ এসে তাঁকে তুলে নিয়ে যায় ৷

গতকাল তেলাঙ্গানার একাধিক এলাকায় প্রতিবাদ মিছিল হয় ৷ অপরাধীদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে রাস্তায় নামেন বহু মানুষ ৷ চলে থানা ঘেরাও করে বিক্ষোভ ৷

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট বলছে, 2015 সালে ধর্ষণের সংখ্যা ছিল 3.2 লাখ । 2016 সালে তা বেড়ে দাঁড়ায় 3.38 লাখে । 2017 সালে 3.59 লাখ । তবে এটা শুধু নথিভুক্ত হওয়া কেসের সংখ্যা । ধর্ষণ প্রতিরোধে দেশজুড়ে আরও সক্রিয় হচ্ছে পুলিশ প্রশাসন । গঠিত হচ্ছে একাধিক টিম, হেল্পলাইন । 2013 সালে তৈরি হয় নির্ভয়া আইন । কিন্তু কমছে না ধর্ষণের সংখ্যা । অন্তত রিপোর্ট সে রকমই বলছে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details