পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরিবেশ রক্ষার বার্তা, হেঁটে অসম থেকে দিল্লির পথে যুবতি

হেঁটে অসম থেকে দিল্লি পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন নিজরা ফুকন ৷ পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই তাঁর এই উদ্যাগ ৷ দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর কাছে এই বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরবেন বলেও জানান তিনি ৷

নিজরা ফুকন
নিজরা ফুকন

By

Published : Jan 18, 2020, 4:31 AM IST

Updated : Jan 18, 2020, 8:06 AM IST

রায়গঞ্জ, 18 জানুয়ারি : সড়কপথে অসম থেকে দিল্লির দূরত্ব 2250 কিলোমিটার ৷ পুরো রাস্তা হেঁটেই পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন অসমের যুবতি ৷ পরিবেশ রক্ষার বার্তা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতেই তাঁর এই উদ্যোগ ৷

নিজরা ফুকন ৷ বাড়ি অসমের চরাইদেউতে ৷ 1 ডিসেম্বর শুরু তাঁর এই যাত্রার ৷ ইতিমধ্যে ছ'টি রাজ্য অতিক্রম করে ফেলেছেন ৷ বুধবার পৌঁছান ইসলামপুরে ৷ তিনি মনে করেন, "প্রকৃতি থাকলেই পৃথিবী থাকবে ৷ তাই পরিবেশ রক্ষার দায়িত্ব সাধারণ মানুষের ৷ এই দায়িত্ব প্রত্যেকে যাতে সঠিকভাবে পালন করেন, সেই বিষয়ে নজর দেওয়া উচিত ৷"

পরিবেশ রক্ষার বার্তায় ভিন্ন পদক্ষেপ

নিজরা জানালেন, দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর কাছে পরিবেশ রক্ষার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরবেন ৷ তাঁর এই যাত্রাপথে মানুষের মধ্যে লিফলেটও বিলোচ্ছেন ৷ এতে উল্লেখ আছে, প্রকৃতির অধিকার আইন প্রণয়ন করতে হবে ৷ উত্তর-পূর্বাঞ্চলে পরিবেশ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে ৷ কেন্দ্রীয় পরিবেশ সুরক্ষা বল নামে একটি সশস্ত্র বাহিনীও গঠন করতে হবে ৷ এছাড়া, প্লাস্টিক উৎপাদন বন্ধ করা ও প্রতি মাসের কোনও একটা দিন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সমস্ত ক্ষেত্রেই পরিবেশ রক্ষার জন্য কর্মীরা কাজ করবেন ৷

মার্চের প্রথম সপ্তাহে দিল্লি পৌঁছে যাবেন বলেই আশাবাদী নিজরা ৷ সঙ্গে জানান, "প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পরিবেশ দপ্তরের মন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও প্রদান করব ৷ বর্তমানে প্রকৃতির উপর অত্যাচার শুরু করেছে মানুষ ৷ সেই অত্যাচার বন্ধ করার লক্ষেই মানুষের মধ্যে সঠিক বার্তা দেওয়া অত্যন্ত প্রয়োজন ৷ এই কারণেই আমি মিশন নিয়েছি ৷"

Last Updated : Jan 18, 2020, 8:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details