পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্নাটকে 3 শিশুকে নিয়ে খালে ঝাঁপ মহিলার - কর্নাটকের কোডাগু

আজ ওই খালে তিনটি শিশুর দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। তারপরই স্থানীয় থানার খবর দেয় পুলিশ।

suicide
suicide

By

Published : Nov 14, 2020, 11:11 PM IST

কোডাগু(কর্নাটক), 14 নভেম্বর : 3 শিশুকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মহিলার। কর্নাটকের কুশলানগর চকের ঘটনা। মৃত তিন শিশুর নাম বিনয়, বিজয়, এবং দীক্ষা। মৃত ওই মহিলার নাম চেন্নামা(28)।

বিষয়টি প্রথম চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। আজ ওই খালে তিনটি শিশুর দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। তারপরই স্থানীয় থানার খবর দেয় পুলিশ। তবে এখনও পর্যন্ত মৃত ওই মহিলার দেহ উদ্ধার করা যায়নি।

জানা গিয়েছে, চেন্নামার পরিবার থাকে চিত্রদুর্গা এলাকার। কোডাগু জেলার আদা উৎপাদনকারী একটি খামারে কাজ করতেন তারা। পারিবারিক অশান্তির কারণে শিশুদের নিয়ে আত্মহত্যা করেন ওই মহিলা। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details