ওড়িশা, 2 মার্চ: জীবনযাপন অত্যন্ত সাধারণ ৷ তবে নিজের কাজের মাধ্যমেই পরিচিতি তৈরি করে নিয়েছেন কমলা পূজারি ৷ কাজ না বলে লড়াই বলাই ভালো ৷ তবে এটি আর পাঁচটা কাজের থেকে বেশ আলাদা ৷ সেই কাজই তাকে এনে দিয়েছে পদ্মশ্রী পুরস্কার ৷ কে এই কমলা ?
কৃষিপদ্ধতি ও তার ইতিহাস সংরক্ষণে অবদানের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে গ্রহণ করেছেন পদ্মশ্রী পুরস্কার ৷ বহু বছর ধরে তাঁর কাজ হল বিভিন্ন চাষের জমি থেকে নানা ধরনের বীজ সংগ্রহ ও তার সংরক্ষণ করা ৷ বিগত 10-20 বছর ধরে তিনি রোজ নতুন বীজের খোজে বের হন৷ এখনও অবধি সংগ্রহ করেছেন 300-র বেশি বীজ ৷
কী করেন এই বীজ সংগ্রহ করে? কমলার সংগ্রহ করা বীজ কাজে লাগে কৃষিবিজ্ঞানের নানা গবেষণায় ৷ এই কাজে সাহায্য করার জন্য নিজের জমিও তুলে দিয়েছেন স্বামীনাথন ফাউন্ডেশনের হাতে ৷ তার এই কাজের অনুপ্রেরণা নিয়ে প্রশ্ন করা হলে কমলা বলেন, ‘‘বিভিন্ন এলাকার চাষের জমি থেকে আমি বীজ সংগ্রহ করি ৷ সেই বীজগুলিকে এনে ভালো করে রোদে শুকিয়ে সংরক্ষণ করি ভবিষ্যতে ব্যবহার করার জন্য ৷ বিগত 10-20 বছর ধরে আমি বীজ সংগ্রহ করি, এইভাবে প্রায় 300-র বেশি বীজ সংগ্রহ করতে পেরেছি ৷’’