পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চা খাইয়ে কেজরির প্রচারে গুজরাতের যুবক - চা খাইয়ে কেজরির প্রচারে গুজরাতের যুবক

নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর ততোটা ভরসা নেই যতোটা আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়ালের প্রতি । দিল্লির বিধানসভা নির্বাচনে কিছু করতে চান । পাশে থাকতে চান । তাই গুজরাত থেকে দিল্লিতে এসে চা বিক্রির মাধ্যমে AAP-এর প্রচার করছেন প্রফুল্ল বিলোর ।

delhi
প্রফুল্ল বিলোর

By

Published : Jan 24, 2020, 12:03 AM IST

Updated : Jan 24, 2020, 12:32 AM IST

দিল্লি, 23 জানুয়ারি : কোথায় যেন চা মিলিয়ে দিল তাঁদের দু'জনকে । একজন প্রচার করেছিলেন চায়ে পে চর্চার । আর এক জন বললেন চায়ে পে প্রচারের কথা ।

কাকতালীয়ভাবে দু'জনেই গুজরাতি । একজন বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি । অপর জন অপরিচিত এক যুবক । প্রফুল্ল বিলোর । তিনি অবশ্য গেরুয়া দলের হয়ে নয়, আজ প্রচার করতে উৎসাহী মোদির অন্যতম বিরোধী আম আদমি পার্টির হয়ে ।

কারণ, তিনি ভালোবাসেন, বিশ্বাস করেন, সম্মান করেন দিল্লির মুখ্যমন্ত্রীকে । নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর ততোটা ভরসা নেই যতোটা আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়ালের প্রতি ।

গরম চা কাপে ঢালতে ঢালতে অবলীলায় কথাগুলো বলে চললেন প্রফুল্ল বিলোর । কেজরির প্রতি তাঁর শ্রদ্ধা এতটাই যে দিল্লির বিধানসভা নির্বাচনে কিছু করতে চান । পাশে থাকতে চান, প্রতি মুহূর্তে নিজের সাধ্য মতো সাহায্য করতে চান । আর এই সাহায্য করার মূল প্রেরণাটি অবশ্য তিনি নিয়েছেন আর এক গুজরাতির কাছ থেকে । সময়ের নিরিখে যিনি আজ দেশের প্রধানমন্ত্রী ।

প্রফুল্ল নিজের রাজ্য ছেড়ে দিল্লিতে এসে আম আদমি পার্টির সদর দপ্তরের সামনে খুলেছেন চায়ের দোকান । উদ্দেশ্য চা বানিয়ে AAP কর্মী-সমর্থকদের খাওয়াবেন । সঙ্গে সাধ্যমতো প্রচারও করবেন ।

কিন্তু কেন এত ভালোবাসা ? নিজ মুখেই সেকথা গড়গড়িয়ে বলে চললেন এই যুবক । কেজরির হাত ধরে দিল্লির নিরাপত্তা অনেক আঁটোসাঁটো হয়েছে । CCTV-তে গোটা এলাকা মুরেছে, নারী সুরক্ষা অনেকটা ভালো হয়েছে, চাকরির বন্দোবস্ত হয়েছে, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে । একই সঙ্গে শিক্ষার প্রসার হয়েছে, চাকরির সুযোগ বেড়েছে । বিলোরের বিশ্বাস এই সবই হয়েছে আম আদমি পার্টির সদিচ্ছায়, তাদের উৎসাহে । তাঁর আরও বিশ্বাস এই ভাবে কাজ করলে তাঁর মতো শিক্ষিতদেরও আর বসে থাকতে হবে না চাকরির অপেক্ষায় । দিল্লি যাতে আরও শীর্ষে ওঠে এবং গোটা দেশকে পথ দেখায়, এই আশা নিয়েই বিলোরের পাড়ি দেওয়া দিল্লির উদ্দেশে । একইসঙ্গে তিনি মনে করেন, আম আদমি পার্টির দেখানো পথে চললে গোটা দেশের উন্নতি হবে, উন্নতি হবে সমাজেরও । আজ দিল্লিতে দলের সদর কার্যালয়ের সামনে প্রফুল্লর চায়ের দোকান উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ।

পেশায় চা বিক্রেতা হলেও সমাজসেবা কিন্তু বিলোরের নেশা । এর আগে কেরালার বন্যা বিধ্বস্ত এলাকার জন্য সাহায্যের হাত বাড়াতেও দু'বার ভাবতে দেখা যায়নি এই যুবককে । তিল তিল করে জমানো দেড় লাখ টাকা কেরালার জন্য এক ত্রাণ তহবিলে তুলে দিয়েছিলেন ।

Last Updated : Jan 24, 2020, 12:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details