আবুজা(নাইজেরিয়া), 15 জুন : কোরোনা সংক্রমণ রুখতে দেশের আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ ৷ তার জেরে বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন বহু প্রবাসী ভারতীয় ৷ তাঁদের বন্দে ভারত মিশনের মাধ্যমে ফেরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ তেমনই আজ আফ্রিকার বেনিন ও চাদ থেকে 147 জন আটকে পড়া ভারতীয়কে নিয়ে উড়ান দিল এক বিশেষ এয়ার ইন্ডিয়া বিমান ৷
ভারত এক টুইট বার্তায় বেনিন, চাদ ও ECOWAS-সহ নাইজেরিয়াকে জানায়, আজ বেনিন থেকে আটকে পড়া 126জন ও চাদ থেকে 21জন ভারতীয়কে বিশেষ কোটোনৌ-এনজামিনা-ইস্তানবুল-দিল্লি চার্টার ফ্লাইটে ফেরাতে সহযোগিতা করায় অত্যন্ত খুশি ৷ একাধিক সংস্থা ও সম্প্রদায়ের সহায়তায় সময়মতো ছাড়পত্র পেয়েছে এটাই মূল বিষয় ৷