কোচি (কেরালা), 6এপ্রিল : ধর্ষিতা নাবালিকার বয়স 14 ৷ তারপর আবার ছ’মাসের অন্তঃসত্ত্বা ৷ এই বয়সে প্রসব করা ওই নাবালিকার পক্ষে ঝুঁকিপুর্ণ ৷ তাই ওই নাবালিকার পরিবার গর্ভপাতের আবেদন জানালে কেরালা হাই কোর্ট অনুমতি দেয় ৷
এ কে জয়শঙ্করন ও শাজি পি চালির ডিভিশন বেঞ্চ জানান, পুরো বিষয়টি ভিডিয়ো কনফারেন্সে শোনার পর অনুমতি দেওয়া খুবই কঠিন এবং হতাশাজনক ছিল ৷ সংবিধানের 21তম ধারার অধীনে ব্যক্তি স্বাধীনতার অন্তর্গত ক্ষেত্রটি ধরে অধিকার চেয়ে নাবালিকার বাবা আবেদন জানান ৷ তার ভিত্তিতে কেরালার হাই কোর্ট ওই নাবালিকার গর্ভপাতের অনুমতি দেয় ৷