পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতে দ্বিতীয় কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান, চিন থেকে দেশে ফিরলেন 323 জন - করোনা ভাইরাস

দেশের প্রথম কোরোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছিল কেরালায় ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতেন এই যুবতি । এবার একজন ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান মিলল ।

corona virus
corona virus

By

Published : Feb 2, 2020, 9:57 AM IST

Updated : Feb 2, 2020, 12:16 PM IST

থিরুবনন্তপুরম, 2 ফেব্রুয়ারি : কেরালায় কোরোনা ভাইরাসে আক্রান্ত আরও একজন । চিন থেকে কয়েকদিন আগে দেশে ফিরেছেন এই ব্যক্তি । তাঁকে হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে । তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা । এই নিয়ে কেরালা সহ ভারতেও দ্বিতীয় কেউ কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন । এদিকে, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চিন থেকে দ্বিতীয় দফায় ফেরানো হল ভারতীয়দের ।

দেশের প্রথম কোরোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছিল কেরালায় ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতেন ওই যুবতি । কেরালায় ফেরার পর মেডিকেলের ওই ছাত্রীর গলায় প্রথমে ইনফেক্শন ধরা পড়ে । হাসপাতালে ভরতি করার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে তাঁর শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গেছে । তিনি চিকিৎসাধীন । আপাতত তিনি স্থিতিশীল । তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশ্বজুড়ে কোরোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে । কোরোনার থাবা ভারতেও । কেরালায় 800-র বেশি মানুষকে তাঁদের বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে । এরই মধ্যে কেরালার বাসিন্দা তথা ইউহান বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া সহ আরও একজনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল ।

এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চিন থেকে দ্বিতীয় দফায় ফেরানো হয় ভারতীয়দের । চিনের ইউহান থেকে বিমানে আরও 323 জনকে দেশে ফেরানো হয়েছে । এই ভাইরাসের প্রকোপে চিনে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে । 9000-র বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত । এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমান ইউহান থেকে রাত 3টে 10 মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী) ছাড়ে । দিল্লির বিমানবন্দরে পৌঁছেছে আজ সকাল সাড়ে 9টা নাগাদ ।

1 ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমান পরিষেবা শুরু হয় । প্রথম বিমানে ফেরানো হয়েছে 324 জনকে । 31 জানুয়ারি প্রথম বিমানটি চিনের ইউহানে পৌঁছায় । মুম্বই থেকে রওনা দেয় বেলা 12 টা নাগাদ ৷ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা 30 মিনিট নাগাদ ইউহানে পৌঁছায় বোয়িং 747 বিমানটি ৷

Last Updated : Feb 2, 2020, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details