দিল্লি, 30 মে : লকডাউনে বেড়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা । যাকে টার্গেট করে প্রতারণার নিত্যনতুন ফাঁদ পাতছে অপরাধীরা । হোয়াটসঅ্যাপ বেটা ইনফো (যারা এই অ্যাপটির বিভিন্ন বিষয় দেখাশোনা করে) গতকাল একটি টুইট করে এবিষয়ে জানায় । লেখে, হোয়াটসঅ্যাপ কখনও আপনার তথ্য বা ভেরিফিকেশন কোড জানতে চাইবে না ।
সম্প্রতি দারিয়ো নাভারো নামে একজন হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পান । যাতে লেখা ছিল, হোয়াটসঅ্যাপের টেকনিক্যাল টিম থেকে কথা বলছে তারা । ওই নম্বরটি থেকে নাভারোকে ব্যক্তিগত নম্বরে একটি ছ'ডিজিটের কোড পাঠানো হয় । পরিচয় নিশ্চিত করার জন্য ওই কোডটি বলতে বলা হয় । যে নম্বরটি থেকে এই মেসেজ করা হচ্ছিল, তাদের প্রোফাইল পিকচারে হোয়াটসঅ্যাপেরই ছবি ছিল । তাই তৎক্ষণাৎ মেসেজটি দেখে নাভারোর মাথায় আসেনি সেটি প্রতারণা । এবং কোডটি দিলে তথ্য ফাঁস হয়ে যেতে পারে ।