পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নতুন গতিতে ডিজিটাল ভারতের পথে

সমস্ত নাগরিক কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়াল লক্ষ্যমাত্রা নিয়ে চলা ‘ডিজিটাল ভারত’ । ডিজিটাল স্বপ্নকে বাস্তবায়িত করার দারুণ সুযোগ আজ ভারতের দরজায় কড়া নাড়ছে ।

google
google

By

Published : Jul 18, 2020, 7:10 AM IST

আজকের বিশ্বে, প্রতিটি ব্যক্তি ও পরিবারের সঙ্গে তথ্যপ্রযুক্তি বিপ্লবের ফল ভাগ করে নেওয়ার প্রয়োজনীয় যোগসূত্র ও মাধ্যমে পরিণত হয়েছে ইন্টারনেট । যার মধ্যে রয়েছে ডিজিটাল বিনোদন, বিজ্ঞানের আবিষ্কার এবং প্রযুক্তি ইত্যাদি । সমস্ত নাগরিক কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়াল লক্ষ্যমাত্রা নিয়ে চলা ‘ডিজিটাল ভারত’, কয়েকবছর ধরে শামুকের গতিতে এগোচ্ছিল । এতে প্রয়োজনীয় গতি দেওয়ার জন্য এবং ডিজিটাল স্বপ্নকে বাস্তবায়িত করার দারুণ সুযোগ আজ ভারতের দরজায় কড়া নাড়ছে ।

একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হল গুগল-এর CEO সুন্দর পিচাইয়ের ঘোষণা । তাঁর সংস্থা আগামী পাঁচ থেকে সাত বছরে ভারতের ঘরে ঘরে তথ্য পৌঁছে দিতে এবং দেশে ডিজিটাইজেশনকে অন্য মাত্রায় পৌঁছে দিতে ৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে । গুগল CBSE-র (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন) সঙ্গে একটি দৃষ্টান্তমূলক সমঝোতা করেছে । যার আওতায় চলতি বছরের শেষের মধ্যে ১০ লাখ শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে । রিলায়েন্স জিও-তে ৪২,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে ফেসবুক । তাদের পথে চলে এবার গুগলও ৩০,০০০ কোটি টাকা বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে । কোরোনা প্যানডেমিকের তৈরি নিরাশাবাদ এবং অবসাদের আবহে, এই বিরাট সংস্থাগুলোর ভারতের বড় কোম্পানি এবং স্টার্ট আপগুলোতে বিনিয়োগ এবং অংশীদারিত্বের আগ্রহ একটা আশার বিষয় । আজকাল অনলাইনে প্রশাসন চালানো, শিক্ষা এবং ব্যবসায়িক লেনদেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে । আমাদের দেখতে হবে যে, গুগলের সাম্প্রতিক উদ্যোগ বর্তমানে ‘ডিজিটাল ইন্ডিয়া’ শ্লথ গতিতে কতটা শক্তি জোগায়, যার লক্ষ্য হল দেশের প্রতিটি বাড়িতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া ।

ওয়াশিংটন এবং বেজিংয়ের মধ্যে ক্রমবর্দ্ধমান বিরোধের আবহে, গুগল, ফেসবুক, নেটফ্লিক্স এবং টুইটারের মতো সংস্থার চিনে ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে । স্বাভাবিকভাবেই তাদের নজর ঘুরে গিয়েছে ভারতের দিকে । যেখানে চিনের পরেই সর্বাধিক ৫৬ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন । ভারতের জনসংখ্যার অর্ধেক এই সংখ্যাটা, ভবিষ্যতে ব্যবসার পরিমাণ বৃদ্ধির প্রমাণপত্র । গালওয়ান উপত্যকায় সংঘাত ও উত্তেজনার আবহে ভারত টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে । এতে যেমন গুগল ও অন্যান্য সংস্থাগুলির সামনে ভারতের বাজারে লুকিয়ে থাকা বিরাট সুযোগ দু-হাতে কুড়িয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে, তেমনই দেশের ডিজিটাল উপস্থিতির অগ্রগতি হওয়া ভারতের পক্ষেও লাভজনক । সত্য নাদেলা, অরবিন্দ কৃষ্ণ এবং লক্ষ্মী মিত্তল, যাঁরা আমেরিকা, কানাডা ও সিঙ্গাপুরে তাঁদের সংস্থাগুলির জন্য এক লাখ কোটি ডলারের মুনাফা করতে পেরেছেন, তাঁরা এখানেও বিনিয়োগে আগ্রহী...এটা ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে বড় সহায়তার বিষয় ।

যখন ফেসবুক আর গুগলের মতো বড় সংস্থাগুলো উচ্চাকাঙ্খী পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে, তখন কেন্দ্রকেও অবিলম্বে তথ্যের গোপনীয়তা এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার দিকে নজর দিতে হবে । বহু বিশেষজ্ঞই সতর্ক করে বলেছেন যে, দুই দশক আগে সংসদে গৃহীত হওয়া এবং ২০০৮ সালে সংশোধিত হওয়া তথ্যপ্রযুক্তি আইন, সফলভাবে গ্রাহকদের স্বার্থরক্ষা করতে ব্যর্থ হয়েছে । যুগ্ম সংসদীয় কমিটি একটি মডেল ব্যক্তিগত তথ্য নিরাপত্তা বিল আনার কথা বিবেচনা করছে, যা ইউরোপীয় ইউনিয়নের তথ্যসুরক্ষা বিধির সঙ্গে খাপ খায় । পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের জনগণের স্বপ্ন সত্যি হবে তখনই, যখন এমন কঠোর আইন পাশ এবং বলবত হবে । যা ইন্টারনেট পরিষেবাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেবে এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তার কোনও ক্ষতি হবে না ।

ABOUT THE AUTHOR

...view details