পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজস্থানে স্ত্রী ও ছেলেকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে - Man murdered his son Rajasthan

স্থানীয় সূত্রে জানা গেছে , বহুদিন ধরেই তাঁদের পরিবারে অশান্তি চলছিল । 20 দিন আগেও এই নিয়ে পঞ্চায়েত বসেছিল । কিন্তু সমস্য়ার সমাধান হয়নি । এরপর গতকাল রাতে ঘুমের মধ্যে স্ত্রী ও ছেলের মাথায় রড দিয়ে আঘাত করে । বারদাতের অরায়ন গ্রামের ঘটনা ।

Murder
ছবিটির প্রতীকী

By

Published : Jun 8, 2020, 3:38 PM IST

শ্রীগঙ্গানগর , 8 জুন : স্ত্রী ও ছেলেকে খুনের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । মৃত স্ত্রীর নাম বীরপাল কৌর(47) এবং ছেলের নাম বলবিন্দর সিং(20) । অভিযুক্ত নিজেই পুলিশের কাছে খুনের অভিযোগ স্বীকার করে নিয়েছে । বারদাতের অরায়ণ গ্রামের ঘটনা ।

অভিযুক্তের নাম সতনাম সিং । জানা গেছে , গতকাল রাতে যখন স্ত্রী ও ছেলে ঘুমাচ্ছিল , তখনই তাঁদের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে সতনাম । সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছে ওই দুইজনের ।

স্থানীয় সূত্রে জানা গেছে , বহুদিন ধরেই তাঁদের পরিবারে অশান্তি চলছিল । 20 দিন আগেও এই নিয়ে পঞ্চায়েত বসেছিল । কিন্তু সমস্য়ার সমাধান হয়নি । এরপর গতকাল রাতে এই ঘটনা ঘটে যায় । অভিযুক্ত নিজেই থানায় গিয়ে সমস্ত দোষ স্বীকার করে নিয়েছে বলে জানা গেছে । এরপরই কেসরীসিংপুর থানার পুলিশ ঘটনাস্থানে যায় । দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details