পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাস্টিক বোতল থেকে টি-শার্ট, নজির রায়পুরের যুবকের - ছত্তিশগড়

প্লাস্টিকের বোতল থেকে টি-শার্ট বানাছেন অধীশবাবু ৷ 8 থেকে 10 টি বোতল লাগছে একটি টি-শার্ট বানাতে ৷

image
প্লাস্টিক বোতল থেকে টি-শার্ট

By

Published : Dec 21, 2019, 8:02 AM IST

Updated : Dec 21, 2019, 8:43 AM IST

রায়পুর, 21 ডিসেম্বর : প্লাস্টিকের বোতল থেকে নানা রঙের টি-শার্ট ৷ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে এই উদ্যোগ নিলেন ছত্তিশগড়ের রায়পুরের বাসিন্দা অধীশ ঠাকুর ৷ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার ৷ দেশ জুড়ে প্রচারে খামতিও রাখছে না ৷ তবে বন্ধ করা যাচ্ছে না প্লাস্টিকের ব্যবহার ৷ এবার প্লাস্টিকের বিকল্প ব্যবহারের উদ্যোগ নিলেন ছত্তিশগড়ের অধীশবাবু ৷

প্লাস্টিকের বোতল থেকে টি-শার্ট বানাছেন অধীশবাবু ৷ 8 থেকে 10 টি বোতল লাগছে একটি টি-শার্ট বানাতে ৷ তবে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি টি-শার্টের কলারে লেখা থাকছে, "এটি জলের বোতল থেকে তৈরি ৷"

প্লাস্টিক থেকে টি-শার্ট, উদ্যোগ রাইপুরের যুবকের

ইটিভি ভারতকে অধীশবাবু বলেন, তিনি প্রথমে পুনর্ব্যবহার যোগ্য পলিয়েস্টার সম্পর্কে পড়াশোনা করেন ৷ তারপর গ্লোবাল রিসাইক্লিং স্ট্যান্ডার্সের সাহায্যে শেখেন কীভাবে পলিয়েস্টার থেকে টি-শার্ট বানানো হয় ৷ তিনি বলেন, ‘‘এই ধরনের টি-শার্ট মূলত তৈরি করা হয় চেন্নাই, ইরোডে ও তিরুপুরায় ৷ আমরা এই বিষয়টি নিয়ে গবেষণা করি এবং বিষয়টির সম্পর্কে জানি ৷ তারপর প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করি ৷’’

ইতিমধ্যে রায়পুর পৌরনিগমে তিনি তাঁর তৈরি এই টি-শার্ট দেখিয়েছেন ৷ সেখান থেকে প্রশংসাও পেয়েছেন ৷ তাঁর তৈরি প্রতিটি টি-শার্টই অন্য যে কোনও সাধারণ টি-শার্টের মতই ৷ একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বোতল থেকে বিভিন্ন রঙের ও ডিজ়াইনের টি-শার্ট বানানো সম্ভব, তাই যেন প্রমাণ করলেন অধীশবাবু ৷

Last Updated : Dec 21, 2019, 8:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details