কলকাতা, ১৭ মার্চ : ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের অফিসের উপর দিয়ে ড্রোন চালানোর ঘটনায় এক চিনা নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। তার নাম লি জ়িওয়েই(৩৪)।
সেনা অফিসের উপর ড্রোন চালানোর ঘটনায় গ্রেপ্তার চিনা নাগরিক - Li Zhiwei
ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের অফিসের উপর দিয়ে ড্রোন চালানোর ঘটনায় এক চিনা নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ।
ফাইল ফোটো
গতকাল সকালে সেন্ট্রাল ইন্ডাসট্রিয়াল সিকিউরিটি ফোর্স তাঁকে ড্রোন ওড়াতে দেখে। তখনই তারা তারা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
তাকে আজ আদালতে তোলা হলে ৮দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।