দিল্লি, 30 অক্টোবর : কাশ্মীরে নিহতদের ক্ষতিপূরণের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন অধীর চৌধুরি ৷ পাশাপাশি, উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাবও দেন কংগ্রেস সাংসদ ৷ আজই এই মর্মে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দেন বহরমপুরের সাংসদ ৷
কাশ্মীরে নিহতদের ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের - কাশ্মীর
মঙ্গলবার কাশ্মীরের কুলগামে জঙ্গি হানায় মৃত্যু হয় মুর্শিদাবাদের 5 শ্রমিকের৷ প্রধানমন্ত্রীকে ত্রাণ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য করার অনুরোধ করেছেন বহরমপুরের সাংসদ ৷
অধীর
প্রধানমন্ত্রীর দপ্তরের পাশাপাশি অধীর চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধও জানান ৷
গতকালই দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গীদের হামলায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের 5 শ্রমিকের ৷ আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন ৷ ওই শ্রমিকদের মৃত্যুর পরই আজ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরি ৷