পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতীয় রাজনীতির অসাধারণ অধ্যায়ের অবসান : প্রধানমন্ত্রী

সুষমা স্বরাজের মৃত্যুর পর টুইটে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । লেখেন, ভারতীয় রাজনীতির একটা অসাধারণ অধ্যায় শেষ হল ৷

ফাইল ফোটো

By

Published : Aug 7, 2019, 12:07 AM IST

Updated : Aug 7, 2019, 3:18 AM IST

দিল্লি, 6 অগাস্ট : ভারতীয় রাজনীতির একটা অসাধারণ অধ্যায় শেষ হল ৷ সুষমা স্বরাজের মৃত্যুর পর টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, সুষমাজি কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন ৷ আদর্শ ও BJP-র স্বার্থের সঙ্গে কখনও আপস করেননি ৷


প্রধানমন্ত্রী আরও লেখেন, "গত পাঁচ বছরে বিদেশমন্ত্রী হিসেবে তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন তা কোনওভাবেই ভুলতে পারব না ৷ শরীর ভালো না থাকলেও দায়িত্ব সহকারে তাঁর কাজ করে গিয়েছেন ৷"

সুষমা স্বরাজের প্রয়াণে শোকাহত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷ লেখেন, দেশ একজন প্রিয় নেত্রীকে হারাল ৷ দেশের মানুষের সেবার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন ৷

উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু লেখেন, "সারা দেশ ও ব্যক্তিগতভাবে আমার অপূরণীয় ক্ষতি ৷ দুর্দান্ত প্রশাসক, সাংসদ ও মনে রাখার মতো বক্তা ছিলেন ৷ তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

টুইটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "সুষমা স্বরাজজির হঠাৎ প্রয়াণে গভীরভাবে ব্যথিত ৷ 1990 সাল থেকে তাঁকে চিনি ৷ মতাদর্শ আলাদা হলেও আমরা সংসদে অনেক ভালো সময় কাটিয়েছি ৷ একজন দুর্দান্ত রাজনীতিবিদ ও ভালো মানুষ ছিলেন ৷ মিস করব ৷"

টুইট করেন রাহুল গান্ধিও ৷ লেখেন, "সুষমা স্বরাজজির প্রয়াণে আমি শোকাহত ৷ তিনি একজন অনন্য রাজনীতিবিদ, ভালো বক্তা ছিলেন ৷"

Last Updated : Aug 7, 2019, 3:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details