ইটা, 27 ডিসেম্বর : ফের সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশ ৷ আবারও ধর্ষণের অভিযোগ ৷ উন্নাওয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ইটা জেলায়৷
ফের ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে - gangrape
উন্নাওয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গণধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে ৷ আর এই ঘটনা সামনে আসতে আরও একবার প্রশ্নের মুখে যোগী রাজ্যের নারী নিরাপত্তার বিষয়টি ৷ এর আগেও উন্নাও সহ একাধিক ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের BJP সরকারকে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷
![ফের ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5506121-thumbnail-3x2-u.jpg)
ফের ধর্ষণের অভিযোগ
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এক যুবতিকে ধর্ষণের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ৷ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে ৷
এই ঘটনা সামনে আসতে আরও একবার প্রশ্নের মুখে যোগী রাজ্যের নারী নিরাপত্তার বিষয়টি ৷ এর আগে উন্নাও-সহ একাধিক ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের BJP সরকারকে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷