পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গ্রেপ্তার প্রাক্তন বিচারপতি কারনান

সি এস কারনান কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সব মহিলা বিচারপতি ও অন্য় বিচারপতিদের স্ত্রীদের নিয়ে মন্তব্য় করেন এবং তা অনলাইন পোস্ট করেন ৷ সেই ঘটনায় কারনানের বিরুদ্ধে কোনও ব্য়বস্থা না নেওয়ায় মাদ্রাজ় হাইকোর্ট পুলিশের ভূমিকার সমালোচনাও করে ৷ 2017 সালে এই কারনানের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছিল ৷

By

Published : Dec 2, 2020, 9:12 PM IST

a-former-high-court-judge-cs-karnan-was-arrested-today-over-offensive-comments-he-allegedly-made-against-woman-judges-and-wives-of-judges
মহিলা বিচারপতিদের নিয়ে অবমাননাকর মন্তব্য়, গ্রেপ্তার প্রাক্তন বিচারপতি কারনান

চেন্নাই, 2 ডিসেম্বর : গ্রেপ্তার হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সি এস কারনান ৷ তাঁকে গ্রেপ্তার করল চেন্নাই পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে মহিলা বিচারপতি এবং বিচারপতিদের স্ত্রীদের নিয়ে অবমাননাকর ও অশালীন মন্তব্য়ের অভিযোগ রয়েছে ৷ এমনকী সেই মন্তব্য় একটি অনলাইন ভিডিয়ো সাইটেও পোস্ট করা হয়েছে ৷ বুধবার তাঁকে সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৷ এর আগে আদালত অবমাননার অভিযোগে কারনানকে 6 মাসের জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ৷

প্রাক্তন বিচারপতি কারনান কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সব মহিলা বিচারপতি ও অন্য় বিচারপতিদের স্ত্রীদের নিয়ে অবমাননাকর মন্তব্য় করেন এবং তা অনলাইন পোস্ট করেন ৷ সেই ঘটনায় কারনানের বিরুদ্ধে কোনও ব্য়বস্থা না নেওয়ায় মাদ্রাজ় হাইকোর্ট পুলিশের ভূমিকার সমালোচনাও করে ৷ 2017 সালে এই কারনানের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সে সময়ে আদালত অবমাননার দোষে 6 মাসের জেল হয়েছিল তাঁর ৷ সেই সময় সুপ্রিম কোর্টের সাত সদস্য়ের সাংবিধানিক বেঞ্চ কারনানকে গ্রেপ্তার করতে পশ্চিমবঙ্গ পুলিশের প্রধানকে নির্দেশ দিয়েছিল ৷ সেই সময় সাজা ঘোষণা হওয়ার পর প্রায় এক সপ্তাহ তিনি বেপাত্তা ছিলেন ৷ পরে তাঁর মোবাইল লোকেশন ধরে কারনানকে গ্রেপ্তার করে পুলিশ ৷

শুধু তাই নয়, তিনিই প্রথম, যাঁকে হাইকোর্টের বিচারপতি থাকাকালীন সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হয়েছিল ৷ 2009 সালে প্রথমবার সি এস কারনান মাদ্রাজ় হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন ৷ এরপর 2016 সালে তাঁকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয় ৷ সেই সময় তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেছিলেন ৷ যেখানে তিনি সিনিয়র বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ করেছিলেন ৷ গত বছর লোকসভা নির্বাচনে অ্য়ান্টি-করপশন ডায়নামিক পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন প্রাক্তন এই বিচারপতি ৷

ABOUT THE AUTHOR

...view details