পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভেঙে পড়ল CST রেলস্টেশনের সংযোগকারী ফুট ওভারব্রিজ, মৃত ৩ - mumbai accident

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে (CST) রেলস্টেশনের সংযোগকারী ফুট ওভারব্রিজ ভেঙে পড়ল। ঘটনায় মৃত্য হয়েছে তিনজনের। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন।

By

Published : Mar 14, 2019, 10:48 PM IST

মুম্বই, ১৪ মার্চ : মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে (CST) রেলস্টেশনের সংযোগকারী ফুট ওভারব্রিজ ভেঙে পড়ল। ঘটনায় মৃত্য হয়েছে তিনজনের। আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে।

ভেঙে পড়ল CST রেলস্টেশনের সংযোগকারী ফুট ওভারব্রিজ, মৃত ৩

মুম্বই পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে ভরতি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে হাসপাতালে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

মুম্বই পুলিশ জানিয়েছে, আজ সন্ধ্যায় CST রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের সাথে BT লেনের সংযেগকারী ফুট ওভারব্রিজটি ভেঙে পড়ে এই বিপত্তি ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, আজ সকালেই ফুট ওভারব্রিজটির মেরামতির কাজ চলছিল। তা সত্ত্বেও যাতায়াত করছিল যাত্রীরা। গতবছরের জুলাইয়ে অন্ধেরিতে রেলব্রিজ ভেঙে পড়েছিল। তারপর ৪৪৫টি ওভারব্রিজের অডিট করা হয়। তার মধ্যে অবশ্য এই ফুট ওভারব্রিজ ছিল না।

ঘটনার জেরে প্রভাবিত হয়েছে এলাকার ট্র্যাফিক। মুম্বই পুলিশের তরফ থেকে CST সংলগ্ন এই রাস্তা দিয়ে যাতায়াত না করতে বলা হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details