সিবামগ্গা(কর্নাটক), 28 এপ্রিল : চিকিৎসার জন্য আত্মীয়দের সঙ্গে গেছিল অন্য শহরে । কিন্তু হঠাৎই শুরু হয়ে যায় লকডাউন । ফলে সেখানেই আটকে পড়ে পাঁচ বছরের খুদে । অন্যদিকে মা রয়েছে গ্রামে । মা-কে না পেয়ে কাঁদতে শুরু করে সে । চিকিৎসকরা জানান, এত কাঁদলে হার্টের সমস্যা বাড়তে পারে ওই শিশুর । তাই তাকে মায়ের কাছে ফেরানোর ব্যবস্থা করা হোক । এরপরই প্রশাসনের দ্বারস্থ হন ওই শিশুর মা । তারপর তাদের তৎপরতায় গতকাল মায়ের কাছে পৌঁছায় ওই খুদে ।
পাঁচ বছরের ওই খুদের নাম দর্শিনী । কর্নাটকেরই একটি গ্রাম শিবামোগ্গায় থাকে । হার্টের সমস্যায় ভুগছে সে । তাই চিকিৎসার জন্য মাকে ছাড়াই আত্মীয়দের সঙ্গে বেঙ্গালুরু গেছিল । কিন্তু লকডাউন শুরু হওয়ায় সেখানে আটকে পড়ে সে । মাকে না পেয়ে কাঁদতে শুরু করে দর্শিনী । আত্মীয়রা চিকিৎসকের সঙ্গে আলোচনা করলে তিনি জানান, যত দ্রুত সম্ভব দর্শিনীকে মায়ের কাছে ফেরানোর ব্যবস্থা করতে হবে । কারণ মাকে না পেয়ে যদি দর্শিনী কাঁদতে থাকে তাহলে তার প্রভাব হার্টে পড়বে । আর এতে দর্শিনীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে ।