পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্ভয়া কাণ্ড : অনির্দিষ্টকালের জন্য ফাঁসিতে স্থগিতাদেশ - delhi

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jan 31, 2020, 5:40 PM IST

Updated : Jan 31, 2020, 9:18 PM IST

17:38 January 31

নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসিতে স্থগিতাদেশ ৷

দিল্লি, 31 জানুয়ারি : শেষ পর্যন্ত জল্পনায় সত্যি হল ৷ স্থগিতাদেশ দেওয়া হল নির্ভয়া কাণ্ডে চার দোষীদের ফাঁসিতে ৷ পাটিয়ালা হাউজ় কোর্ট আজ ফাঁসির উপর এই স্থগিতাদেশ জারি করল ৷

দোষীদের তরফের আইনজীবী এ পি সিং জানান, অনির্দিষ্টকালের জন্য পিছল ফাঁসি ৷ আদালতের তরফে মৃত্যুদণ্ডও বাতিল করা হয়েছে ৷ আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফাঁসি হবে না ৷ এখন অনেক আবেদন পড়ে আছে ৷

অন্যদিকে, এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নির্ভয়ার পরিবারের পক্ষের আইনজীবী সীমা কুশওয়াহা ৷ তিনি জানান, একজনের আবেদনের রায় এখনও আসেনি ৷ কিন্তু, বাকি তিনজনের ফাঁসি দেওয়া যেত ৷ ফাঁসিতে স্থগিতাদেশ দিয়েছে, বাতিল করেনি ৷ তাই ফাঁসি তো হবেই ৷

আদালতের এই রায়ে হতাশ নির্ভয়ার মা আশাদেবী ৷ তিনি বলেন, "তারিখ পিছিয়েছে বলে আমার দুঃখ নেই ৷ তবে, ওই চারজনের আইনজীবী আমাকে আদালতের ভিতর চ্যালেঞ্জ করে বলেন, তাদের ফাঁসি অনির্দিষ্টকালের জন্য হবে না ৷ দিল্লি সরকার, কেন্দ্র সরকার শুনুক ৷ যদি ফাঁসি পিছনোরই ছিল তো, সারাদিন সময় নেওয়ার কী ছিল ৷ এরপরও আমি লড়ব ৷ সরকারকে তাদের ফাঁসি দিতে হবে ৷ নাহলে বলতে হবে মানুষকে শান্ত করার জন্য, বোকা বানানোর জন্য ফাঁসির ঘোষণা করা হয়েছিল ৷"

Last Updated : Jan 31, 2020, 9:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details