দিল্লি, 12 নভেম্বর : শশী থারুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির এক আদালত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "শিবলিঙ্গের উপর বসে থাকা কাঁকড়া বিছে" বলে মন্তব্য করেছিলেন এক RSS নেতা ৷ তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করে নরেন্দ্র মোদিকে বিদ্রুপ করেছিলেন কংগ্রেস নেতা শশী থারুর ৷ এই মন্তব্যের জেরে মানহানির মামলা করা হয় থারুরের বিরুদ্ধে ৷ গতকাল আদালতে এই মামলার শুনানি ছিল ৷ শুনানির সময়ে আদালতে হাজির না থাকার কারণে গতকাল জামিন যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় শশী থারুরের বিরুদ্ধে ৷ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নবীন কুমার কাশ্যপ এই পরোয়ানা জারি করেন ৷
আদালতের নোটিশে বলা হয়, "অভিযুক্ত বা তাঁর পরামর্শদাতা আইনজীবী কেউই উপস্থিত ছিলেন না আদালতে ৷ এই পরিস্থিতিতে অভিযুক্তের বিরুদ্ধে 5000 টাকার বন্ডে জামিন যোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল ৷" থারুরের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন BJP নেতা রাজীব বব্বর ৷ আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধেও 500 টাকা জরিমানা করে আদালত ৷