হায়দরাবাদ , ৩ জুন : কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গেছে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ । ওড়িশাতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছিল । আমফানের দু'সপ্তাহ কাটতে না কাটতেই আর একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে দেশে । এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে নিসর্গ । ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের উপকূলরেখা ধরে এগিয়ে আসছে । আর কিছুক্ষণের মধ্যেই মহারাষ্ট্রে আছড়ে পড়তে চলেছে নিসর্গ । ইতিমধ্যেই এ দুই রাজ্য ও গোয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে ।
মৌসম ভবন সূত্রে খবর , ১০০ বছর পর এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে মহারাষ্ট্র । কী এই নিসর্গ , কীভাবে তার উৎপত্তি বা নামকরণের ইতিহাসটাই বা কী ? এক নজরে দেখে নেওয়া যাক...
নামকরণ
সাধারণত ঝড়গুলির নাম করে RSMCs (রিজিওনাল স্পেশালাইজ়ড মেটেরোজিকাল সেন্টার্স) এবং TCWCs (ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার্স) বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি । ভারত মহাসাগরের ঝড়গুলির নাম করে এই সংস্থার আটটি দেশ । ভারত , শ্রীলঙ্কা , পাকিস্তান , ওমান, থাইল্যান্ড , বাংলাদেশ , মালদ্বীপ , মায়ানমার । যদিও ২০১৮ তে আরও কয়েকটি দেশের নাম তালিকাভুক্ত হয়েছে । কাতার , ইরান , সৌদি আরব , UAE , ইয়েমেন । প্রতি চার বছর অন্তর নামকরণ করা হয়। ২০০৪ সাল থেকে ভারতীয় মহাসাগরের ঝড়গুলির নামকরণ করা শুরু হয়েছে ।
ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর , এই নিসর্গ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ । ২০২০ তে তৈরি করা উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকায় প্রথম নাম হল নিসর্গ । উল্লেখ্য , শেষ ঘূর্ণিঝড় আমফানের নামকরণ করেছিল থাইল্যান্ড ।