পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভিন্ন ধর্মের যুবক-যুবতি এক অটোয়, বেধড়ক মারধরের ভিডিয়ো প্রকাশ্যে - karnatak

এক যুবক ভিন্ন ধর্মাবলম্বী একজন যুবতির সঙ্গে অটো করে যাচ্ছিলেন ৷ তখনই তাঁদের উপর চড়াও হয় এক দল দুষ্কৃতী ৷ অটোতেই তাঁদের মারধর করা হয় ৷

image
আক্রান্ত যুবক-যুবতী

By

Published : Dec 25, 2019, 1:38 PM IST

হাসান (কর্নাটক), 25 ডিসেম্বর : ফের ধর্মের নামে হিংসা ৷ ভিন্ন ধর্মালম্বী হয়ে এক অটোতে যাওয়ার জন্য একদল দুষ্কৃতীর রোষে পড়লেন এক যুবক ও যুবতি ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসান শহরে ৷

হাসান জেলার সাকালেশাপুরা এলাকার এক যুবক ভিন্ন ধর্মের একজন যুবতির সঙ্গে অটোয় যাচ্ছিলেন ৷ তখনই তাঁদের উপর চড়াও হয় এক দল দুষ্কৃতী ৷ অটোতেই তাদের মারধর করা হয় বলে অভিযোগ ৷ ‘‘আমরা কিছু করিনি’’ বলে আকুতি-মিনতি করা সত্ত্বেও তাঁদের রেহাই মেলেনি ৷

ভিন্ন ধর্মালম্বী দুই যুবক-যুবতী এক অটোতে সওয়ারি হয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত

ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন ৷ পুলিশ নিজে থেকে পদক্ষেপ করে ৷ পরে ওই যুবকও থানায় অভিযোগ দায়ের করে ৷ ভাইরাল হওয়া ভিডিয়ো ও অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details