মাইসোর, 4 সেপ্টেম্বর : টিভির রিমোটের ব্যাটারি খেয়ে মৃত্যু হল শিশুর । কর্নাটকের মাইসোরের ঘটনা । আজ শিশুটির গলা থেকে ব্যাটারি বের করার সময় হাসপাতালে তার মৃত্যু হয় ।
গিলে ফেলেছিল টিভির রিমোটের ব্যাটারি, বের করতে গিয়ে মৃত্যু শিশুর - Baby Died After Swallowed Battery Shell
চোখের আড়ালেই টিভির রিমোট থেকে ব্যাটারি খেয়ে ফেলেছিল দেড় বছরের শিশুটি । আজ ব্যাটারিটি বের করতে গিয়ে মৃত্যু হয় শিশুটির ।
ছবি
আপন মনে খেলতে খেলতে চোখের আড়ালেই টিভির রিমোটের ব্যাটারি খেয়ে ফেলেছিল দেড় বছরের শিশুটি । সে কী আর বোঝে ব্যাটারি খেলে কী হয় । ব্যাটারি গিলে ফেলা মাত্রই তা চোখে পড়ে বাবা-মা'র । তড়িঘড়ি তাকে ভরতি করা হয় মাইসোরের কে আর হাসপাতালে ।
সেখানেই আজ ব্যাটারিটি বের করার চেষ্টা করেন চিকিৎসকরা । সেই সময় মৃত্যু হয় শিশুটির ।