মুম্বই, 31 ডিসেম্বর : নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আজ ওয়াডালা থেকে গ্রেপ্তার এক ব্যক্তি ৷ 11 বছর বয়সি এক নাবালিকাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ওয়াডালা থানার পুলিশ ৷
সুনীল চান্দোরকর (36) নামের ওই অভিযুক্ত সিয়নের প্রতীক্ষানগরের বাসিন্দা ৷ পেশায় ইলেক্ট্রিশিয়ান ৷ নির্যাতিতার পরিবার ওই ব্যক্তিকে বাড়ির বিদ্যুতের কিছু কাজের জন্য ডেকে পাঠিয়েছিল ৷ সে আসার পর এগারো বছরের নাবালিকাকে বাড়িতে একা রেখে যায় পরিবারের লোকেরা ৷ পরিবারের অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকাকে প্রথমে পর্নোগ্রাফি দেখায় এবং নির্যাতন করে ৷