পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা যুদ্ধে জয়ী থানের 106 বছরের বৃদ্ধা - Is older patient recovered from corona

সুস্থ হয়ে উঠলেন কোরোনা আক্রান্ত 106 বছরের এক বৃদ্ধা । মহারাষ্ট্রের থানে জেলার ঘটনা ।

Aa
Aa

By

Published : Sep 20, 2020, 5:08 PM IST

থানে, 20 সেপ্টেম্বর : কোরোনা যুদ্ধে জয়ী হলেন মহারাষ্ট্রের থানে জেলার 106 বছরের বৃদ্ধা । সুস্থ হয়ে আজ হাসপাতাল থেকে ছাড়া পান তিনি । বাড়ি যাওয়ার সময় তাঁকে অভিনন্দন জানান হাসপাতালের চিকিৎসক ও নার্সরা । 10 দিন ধরে ভরতি থাকার আজ হাসপাতাল থেকে ডিসচার্জ সার্টিফিকেট পান তিনি । বাড়ি ফেরার সময় বৃদ্ধার মুখে ছিল চওড়া হাসি ।

হাসপাতালে থেকে ছাড়া পাওয়ায় খুশির হাওয়া বৃদ্ধার পরিবারেও । বেশ কিছু দিন আগে ডোমভিভলি নিবাসী এই বৃদ্ধার কোরোনার উপসর্গ ধরা পড়ে । কিন্তু বয়সজনিত কারণে তাঁকে কোনও হাসপাতাল ভরতি নিতে চাইছিল না । 10 দিন আগে তাঁকে সাভলারাম কৃদা শঙ্কুলের (স্পোর্টস কমপ্লেক্স) কল্যাণ ডোমভিভলি মিউনিসিপ্যাল হাসপাতালে (KDMC) ভরতি করা হয় । সেখানকার চিকিৎসক ও নার্স ও স্বাস্থ্যকর্মীরা মিলে তাঁকে সুস্থ করে তোলেন বলে জানালেন বৃদ্ধার পুত্রবধূ । বলেন, "আমরা হাসপাতালের মেডিকেল টিমের কাছে কৃতজ্ঞ ।"

হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর রাহুল ঘুলে ওই বৃদ্ধার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেছেন । বলেন, "হাসপাতালের যথাযথ চিকিৎসা পরিষেবার জন্য এই বয়সেও ওই বৃদ্ধা চিকিৎসায় সাড়া দিয়েছেন । আমরা খুবই খুশি ।" তিনি জানান, এই হাসপাতালটি 27 জুলাই থেকে চালু হয়েছে । এখনও পর্যন্ত 1,100 কোরোনা রোগীর চিকিৎসা হয়েছে এখানে ।

এই ক্লিনিকটি ওয়ান রুপি ক্লিনিক নামে পরিচিত । এক টাকার বিনিময়ে রোগীদের চিকিৎসা হয় এখানে । এই ক্লিনিকগুলি রেল দুর্ঘটনায় আহতদের জরুরি সহায়তা দানের জন্য তৈরি । কেন্দ্রীয় রেলওয়ের উপশহর বিভাগের কয়েকটি নির্বাচিত স্টেশনে এই ক্লিনিকগুলি তৈরি করা হয়েছে । ওই বৃদ্ধাকে সুস্থ করে তোলার জন্য টুইটারে KDMC কর্মী ও শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের প্রশংসা করেন মহারাষ্ট্রের মন্ত্রিসভার সদস্য আদিত্য ঠাকরে । বলেন, "বৃদ্ধা ও তাঁর মতো আরও অনেকের আশীর্বাদ এই পরিস্থিতিতে আমাদের সকলকে শক্তি জোগাবে ।"

KDMC-র মুখপাত্র মাধুরী ফোপাল জানিয়েছেন, "এখনও পর্যন্ত KDMC-র আওতাধীন অঞ্চলগুলি থেকে 33,301 জনের কোরোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে । তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে 762 জনের । বর্তমানে কল্যাণ-ডোমভিভলিতে সক্রিয় কোরোনা রোগীর সংখ্যা 5,451 । এখনও পর্যন্ত মোট 32,088 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়েছেন ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details