পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনার জেরে 90 শতাংশ দেশে স্বাস্থ্য পরিষেবার ব্যাঘাত ঘটেছে, বলছে সমীক্ষা

কোভিডকে হারাতে তো হবেই। পাশাপাশি কোভিড আমাদের যা শেখালো, সেগুলির বিরুদ্ধেও লড়তে হবে আগামী ২০২১ সালে। এমনটাই উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। সেখানে উল্লেখ করা হয়েছে যে ২০২০ সালে আমরা শিখলাম যে ভবিষ্যতে এমন কোনও প্যান্ডেমিকের জন্য আগে থেকেই সমাজ, দেশ ও বিশ্বস্তরে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

90-percent-of-countries-faced-interruption-of-regular-health-services-this-year
কোরোনার জেরে 90 শতাংশ দেশে স্বাস্থ্য পরিষেবার ব্যাঘাত ঘটেছে

By

Published : Dec 28, 2020, 8:56 PM IST

দিল্লি, 28 ডিসেম্বর : কোরোনার জেরে 90 শতাংশ দেশে স্বাস্থ্য পরিষেবার ব্যাঘাত ঘটেছে। এর মধ্যে টিকাদান, পরিবার পরিকল্পনা, মানসিক রোগ ও ক্যানসারের চিকিৎসা সংক্রান্ত বিষয় রয়েছে। একটি রিপোর্টে এই কথাই জানিয়েছে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন। সেখানে জানানো হয়েছে যে কোভিড ও লকডাউন সংক্রান্ত সমস্যার কারণে হাম রোগের প্রভাব পড়েছে। গত 23 বছরে এই রোগের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই রোগ সংক্রান্ত মৃত্যুও 2016 সাল থেকে বেড়েছে 50 শতাংশ।

ওই রিপোর্ট অনুযায়ী, পোলিও মুক্তকরণ কর্মসূচিতে বাধা দিয়েছে কোভিড। এর ফলে পাকিস্তান ও আফগানিস্তানে ব্যাপক হারে বেড়েছে এই রোগ। তাছাড়া প্রকাশ্যে না এলেও অন্য বেশ কয়েকটি রোগও কার্যত প্যান্ডেমিকের আকার নিয়েছে। তার মধ্যে অন্যতম হল মানসিক স্বাস্থ্যের সমস্যা। এছাড়া খাদ্যের সংস্থার সংকট তৈরি হয়েছে। মহিলা ও কোভিড যোদ্ধাদের মধ্যে প্যান্ডেমিকের প্রভাব বেশি পড়েছে।

ওই রিপোর্ট বলছে, সারা বিশ্বের স্বাস্থ্যকর্মীদের মধ্যে 70 শতাংশ মহিলা। এছাড়া স্বাস্থ্যক্ষেত্রের কাজে সহায়তা করেন এমন অনেক মহিলা রয়েছেন। তাঁদের ক্ষেত্রে এই রোগ অনেক বেশি ভয়ংকর হয়ে উঠেছে। পাশাপাশি গার্হস্থ্য হিংসা, লিঙ্গ-নির্ভর হিংসাও বেড়েছে। মেয়েদের উপর অত্যাচারের ঘটনা প্যান্ডেমিকের শুরু থেকে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে তরুণ প্রজন্ম থেকে অন্য অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন:চার রাজ্যে শুরু কোরোনা টিকার ড্রাই রান

কোভিডকে হারাতে তো হবেই। পাশাপাশি কোভিড আমাদের যা শেখালো, সেগুলির বিরুদ্ধেও লড়তে হবে আগামী 2021 সালে। এমনটাই উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। সেখানে উল্লেখ করা হয়েছে যে 2020 সালে আমরা শিখলাম যে ভবিষ্যতে এমন কোনও প্যান্ডেমিকের জন্য আগে থেকেই সমাজ, দেশ ও বিশ্বস্তরে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

ABOUT THE AUTHOR

...view details