দিল্লি, 28 ডিসেম্বর : কোরোনার জেরে 90 শতাংশ দেশে স্বাস্থ্য পরিষেবার ব্যাঘাত ঘটেছে। এর মধ্যে টিকাদান, পরিবার পরিকল্পনা, মানসিক রোগ ও ক্যানসারের চিকিৎসা সংক্রান্ত বিষয় রয়েছে। একটি রিপোর্টে এই কথাই জানিয়েছে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন। সেখানে জানানো হয়েছে যে কোভিড ও লকডাউন সংক্রান্ত সমস্যার কারণে হাম রোগের প্রভাব পড়েছে। গত 23 বছরে এই রোগের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই রোগ সংক্রান্ত মৃত্যুও 2016 সাল থেকে বেড়েছে 50 শতাংশ।
ওই রিপোর্ট অনুযায়ী, পোলিও মুক্তকরণ কর্মসূচিতে বাধা দিয়েছে কোভিড। এর ফলে পাকিস্তান ও আফগানিস্তানে ব্যাপক হারে বেড়েছে এই রোগ। তাছাড়া প্রকাশ্যে না এলেও অন্য বেশ কয়েকটি রোগও কার্যত প্যান্ডেমিকের আকার নিয়েছে। তার মধ্যে অন্যতম হল মানসিক স্বাস্থ্যের সমস্যা। এছাড়া খাদ্যের সংস্থার সংকট তৈরি হয়েছে। মহিলা ও কোভিড যোদ্ধাদের মধ্যে প্যান্ডেমিকের প্রভাব বেশি পড়েছে।