পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, বাড়ল সুস্থতার হার - Coronavirus update

আগের দিন দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 10 লাখ 10 হজার 824 ৷ বর্তমানে দেশে সক্রিয় আক্রান্ত রয়েছে 10 লাখ 3 হাজার 299 জন ৷

Coronavirus
Coronavirus

By

Published : Sep 21, 2020, 10:22 AM IST

Updated : Sep 21, 2020, 12:10 PM IST

দিল্লি, 21 সেপ্টেম্বর : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 86 হাজার 961 জন । গত কয়েকদিন ধরে 90 হাজারের বেশি সংক্রমণ হচ্ছিল দেশে ৷ সেই তুলনায় গতকাল আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে ৷ মৃত্যু হয়েছে 1 হাজার 130 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 54 লাখ 87 হাজার 581 জন । দেশে মোট মৃত্যু হয়েছে 87 হাজার 882 জনের ৷ এদিকে দেশে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ আগের দিন সংখ্যাটা ছিল 10 লাখ 10 হজার 824 ৷ বর্তমানে দেশে সক্রিয় আক্রান্ত 10 লাখ 3 হাজার 299 জন ৷

সেইসঙ্গে বাড়ছে সুস্থের সংখ্যা ৷ দু’দিন ধরে দেশে আক্রান্তের থেকে সুস্থ হচ্ছে বেশি ৷ একদিনে দেশে সুস্থ হয়েছে 93 হাজার 356 জন ৷ মোট সুস্থ হয়েছে 43 লাখ 96 হাজার 399 জন ৷ সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত । দেশে সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে আক্রান্তের সংখ্যা 12 লাখ ছাড়িয়ে গেছে । মহারাষ্ট্রে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 12 লাখ 8 হাজার 642 । সংক্রমণের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু । এই দুই রাজ্যে কোরোনায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে 6 লাখ 25 হাজার 514 জন এবং 5 লাখ 41 হাজার 993 জন ৷

24 ঘণ্টায় দেশে মোট 7 লাখ 31 হাজার 534 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ 20 সেপ্টেম্বর পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 6 কোটি 43 লাখ 92 হাজার 594 জনের ৷ জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)।

Last Updated : Sep 21, 2020, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details