পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 8, 2019, 10:11 AM IST

Updated : Dec 8, 2019, 4:48 PM IST

ETV Bharat / bharat

11 মাসে 86 ধর্ষণ উন্নাওয়ে! তীব্র সমালোচনার মুখে যোগী সরকার

বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন যোগী আদিত্যনাথ ৷ বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছেন, কেন ধর্ষিতাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেনি সরকার ৷  রাজ্যের নারী সুরক্ষার দায়িত্ব নেবেন না মু্খ্যমন্ত্রী? এই প্রশ্ন তুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের পদত্যাগ দাবি তুলেছেন বিরোধীরা ৷ রাষ্ট্রের কাছে উন্নাও হয়ে উঠেছে উত্তরপ্রদেশের 'রেপ ক্যাপিটাল' বা 'ধর্ষণ-রাজধানী' ৷

unnao
unnao

উন্নাও ( উত্তরপ্রদেশ), 8 ডিসেম্বর : 11 মাসে 86টি ধর্ষণ ৷ যৌন নির্যাতনের সংখ্যা 185 ৷ না , সম্পূর্ণ উত্তরপ্রদেশের নয় ৷ এটি শুধুমাত্র উন্নাও জেলার পরিসংখ্যান ৷ যোগী-রাজ্য যেন আজ 'ধর্ষণের রাজধানী' ৷ এই পরিসংখ্যান সামনে আসার পর দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে যোগী সরকার ৷

উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে উন্নাওয়ের দূরত্ব 63 কিলোমিটার এবং কানপুর থেকে দূরত্ব 25 কিলোমিটার ৷ গত কয়েক বছর ধরে সেখানে বারবার হিংসার শিকার হয়েছেন মহিলারা ৷ উঠেছে ধর্ষণের অভিযোগ ৷ ধর্ষণের অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি, উঠেছে এমন কথাও ৷ গণধর্ষণে অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতাকে রাস্তায় চাকু দিয়ে কুপিয়ে, গায়ে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে ৷ এই ঘটনাও ঘটেছে সম্প্রতি ৷ বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন যোগী আদিত্যনাথ ৷ বিরোধীদের একাংশ প্রশ্ন তুলেছেন, কেন ধর্ষিতাকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেনি সরকার ৷ রাজ্যের নারী সুরক্ষার দায়িত্ব নেবেন না মু্খ্যমন্ত্রী? এই প্রশ্ন তুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের পদত্যাগ দাবি তুলেছেন বিরোধীরা ৷ রাষ্ট্রের কাছে উন্নাও হয়ে উঠেছে উত্তরপ্রদেশের 'রেপ ক্যাপিটাল' বা 'ধর্ষণ-রাজধানী' ৷

দু'বছর আগে BJP-র বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৷ 2018 সালে এপ্রিল মাসে মিথ্যা মামলায় নির্যাতিতার বাবাকে গ্রেপ্তার করানোর অভিযোগও ছিল তার বিরুদ্ধে ৷ এই বছর আদালতে আসার পথে নির্যাতিতার গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানেই মারা যান নির্যাতিতার দুই আত্মীয় ৷ গুরুতর আহত হন নির্যাতিতা ৷ কিন্তু এই অত্যাচার রুখতে সেভাবে কোনও পদক্ষেপ করেনি যোগী সরকার ৷

শুক্রবার রাতে হাসপাতালে মারা যান নির্যাতিতা যাঁর উপর 5 ডিসেম্বর আদালত যাওয়ার পথে হামলা হয়েছিল ৷ রাস্তাতেই মারধর করা হয় তাকে ৷ শুরু হয় কোপানো ৷ চাকু দিয়ে প্রথমে তাঁর গলায় আঘাত করা হয় ৷ তারপর শরীরের অন্যান্য অংশেও ৷ তারপরই চূড়ান্ত আঘাত ৷ গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ অভিযুক্তরা পালিয়ে যায় ঘটনাস্থান থেকে ৷ গতকাল যোগী আদিত্যনাথ বলেন, "অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৷ ফাস্ট ট্র্যাক কোর্টে মামালার শুনানি হবে ৷" কিন্তু বিরোধীদের প্রশ্ন, এখন মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের কথা বলছেন, তাহলে এতদিন কেন চুপ ছিলেন তিনি ৷ উন্নাওয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভঢড়া বলেন , "উন্নাওয়ের আগের ঘটনায় আপনারা দেখেছেন কীভাবে অভিযু্ক্তদের আড়াল করার চেষ্টা করেছে সরকার ৷ যতক্ষণ না অবধি নির্যাতিতার পরিবার পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ আঘাত করা হয়েছে ৷ " গতকাল যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে বিধানসভার সামনে অবস্থানে বসেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, "যে দেশ চালাচ্ছে সেই হিংস্রতায় বিশ্বাসী ৷" তাঁর আরও কটাক্ষ , "ভারত বিশ্বের 'রেপ ক্যাপিটাল' হিসেবে পরিচিত ৷ অন্যান্য দেশগুলি প্রশ্ন করছে কেন আমরা আমাদের দেশের মা-বোনদের রক্ষা করতে পারি না ৷ উত্তরপ্রদেশের BJP বিধায়ক ধর্ষণে অভিযুক্ত তাও প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন ৷ "

এই মুহূর্তে গোটা দেশের কাছে যোগী-রাজ্যের পরিচয় 'ভয়ানক ও হিংস্র' ৷ বারবার প্রশ্ন উঠছে প্রশাসনের অক্ষমতা নিয়ে ৷ সুবিচার পাননি নির্যাতিতা ৷ ক্ষোভে দুঃখে ভেঙে পড়েছেন তাঁর বাবা ৷ সুবিচারের আশায় তিনি বলেন , "কোনও সরকারি সাহায্য চাই না ৷ আমার মেয়েকে যারা অত্যাচার করেছে তাদেরও গুলি করে মারা হোক ৷ "

Last Updated : Dec 8, 2019, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details