পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা আতঙ্কে 85টি ট্রেন বাতিল, বাড়ল প্ল্যাটফর্ম টিকিটের দাম

কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে বাতিল করা হল মোট 85টি ট্রেন ৷ স্টেশনগুলিতে ভিড় কমাতে বেশ কিছু স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম 10 টাকা থেকে বাড়িয়ে 50 টাকা করে দেওয়া হল ৷

Trains were cancelled and platform tickets price hiked
85টি ট্রেন বাতিল

By

Published : Mar 18, 2020, 9:37 AM IST

দিল্লি, 18 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, বিশেষ প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বেরোবেন না, যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন ৷ তবুও সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় এবার নতুন পন্থা গ্রহণ করল রেল ৷ 31 মার্চ পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের পাশাপাশি বিশেষ কিছু স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম 10 টাকা থেকে বাড়িয়ে 50 টাকা করে দেওয়া হল ৷

কাল মহারাষ্ট্রে এক কোরোনা আক্রান্তের মৃত্যুতে ভারতে মৃতের সংখ্যা পৌছেছে তিনে। দেশে আক্রান্ত 147 ৷ এই পরিস্থিতিতে সংক্রমণের ভয়ে অনেকে বাতিল করছেন ট্রেনের টিকিট ৷ কেবল ইস্ট কোস্ট শাখাতেই গত 6 দিনে বাতিল হয়েছে 1 লাখের বেশি টিকিট ৷ অন্যান্য পরিবহন ক্ষেত্রেও 80 শতাংশ টিকিট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে গতকাল রেলমন্ত্রী পীযূষ গোয়েল একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন রেল বোর্ডের চেয়ারম্যান, জেনেরাল ম্যানেজার ৷ বৈঠকে 6 সদস্যের একটি "COVID রেসপন্স টিম" গঠন করা হয় ৷ এই বিশেষ দলটি রেলের যাবতীয় ক্ষেত্রে কোরোনা মোকাবিলায় কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, কোনও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কি না, তা দেখভাল করবে ৷ একটি অনলাইন মনিটরিং সিস্টেমও গঠন করা হয়েছে সর্বক্ষণ নজরদারি চালানোর জন্য ৷

পরিষ্কার করা হচ্ছে ট্রেন

প্ল্যাটফর্ম টিকিটের মূল্যবৃদ্ধি নিয়ে ভারতীয় রেলের মুখপাত্র বলেন, ‘‘রেলের বিভিন্ন শাখায় নির্দেশ দেওয়া হয়েছে যথাসম্ভব ভিড় কমানোর ব্যবস্থা করতে ৷ তাইজন্যই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ স্টেশন যেমন মুম্বই, ভাদোদরা, আহমেদাবাদ, রাজকোট, জব্বলপুর, ভোপালের মতো স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ এছাড়া যাত্রীদের অনুরোধ করা হয়েছে বিশেষ কোনও প্রয়োজন না থাকলে দূরপাল্লার ভ্রমণ থেকে বিরত থাকতে ৷ যদি কোনও যাত্রী ট্রেনে যাত্রাকালে জ্বর বা অন্য কোনও শারীরিক অসুস্থতা বোধ করেন, তাহলে তাঁরা যেন তৎক্ষণাৎ রেলকর্মীদের সেবিষয়ে জানান ৷’’

সংগ্রহ করা হচ্ছে যাত্রীদের ব্যবহৃত চাদর

কোরোনা ভাইরাসের জন্য 31 মার্চ অবধি বাতিল করা হয়েছে দিল্লি-মুম্বই হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস, মুম্বই-হাওড়া দুরন্তের মতো বহু গুরুত্বপূর্ণ ট্রেন৷ দেশের কোরোনা সংক্রমণ পরিস্থিতির উপর নির্ভর করছে পরবর্তী সময়ে আরও ট্রেন বাতিল করা হবে কি না ৷

ABOUT THE AUTHOR

...view details