পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারে বজ্রাঘাতে একদিনে মৃত 83

মৃতদের পরিবারপিছু 4 লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন নীতিশ কুমার ।

lightning strikes in Bihar
বিহারে বজ্রপাত

By

Published : Jun 25, 2020, 8:11 PM IST

Updated : Jun 25, 2020, 11:29 PM IST

পাটনা, 25 জুন : বিহারে বাজ পড়ে একদিনে 80 জনেরও বেশি মানুষের মৃত্যু হল । বিহারের সরকারের তরফে জানানো হয়েছে, বজ্রপাতে আজ প্রাণ হারিয়েছেন কমপক্ষে 83 জন । আজ সকাল থেকে বাজ পড়ে মৃত্যুর খবর সামনে আসছিল বিহারের বিভিন্ন প্রান্ত থেকে । সর্বভারতীয় এক সংবাদসংস্থায় প্রকাশ, বেশ কিছু মানুষ মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ।

আজ সন্ধ্যায় বিহার সরকারের তরফে জানানো হয়, বজ্রাঘাতে এখনও পর্যন্ত 83 জন প্রাণ হারিয়েছেন । সবথেকে বেশি মৃত্যুর খবর সামনে এসেছে গোপালগঞ্জ জেলা থেকে । এখনও পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুধুমাত্র গোপালগঞ্জ থেকে । এছাড়া পূর্ব চম্পারন, দ্বারভাঙা ও বাকায় 5 জন করে, সিয়ানে ও ভাগলপুরে 6 জন করে ও মধুবনি জেলায় 8 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ।

বিহার সরকারের তরফে প্রতি জেলায় ক'জন প্রাণ হারিয়েছেন, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে । তালিকা অনুযায়ী,

  • গোপালগঞ্জে বজ্রাঘাতে মারা গেছে 13 জন ।
  • পূর্ব চম্পারণে মারা গেছে 5 জন ।
  • সিয়ানে প্রাণ হারিয়েছে 6 জন ।
  • দ্বারভাঙায় মারা গেছে 5 জন ।
  • বাকা জেলায় মারা গেছে 5 জন ।
  • ভাগলপুর জেলায় প্রাণ হারিয়েছে 6 জন ।
  • খাগড়িয়া বাজ পড়ে মারা গেছে 3 জন ।
  • মধুবনিতে মারা গেছে 8 জন ।
  • পশ্চিম চম্পারণে এখনও পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ।
  • সমস্তিপুরে মারা গেছে 1 জন ।
  • শেওহারে মারা গেছে 1 জন ।
  • কিষাণগঞ্জে মারা গেছে 2 জন ।
  • সারানে এখনও পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ।
  • জাহানাবাদে এখনও পর্যন্ত মারা গেছে 2 জন ।
  • সীতামারি থেকে এখনও পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ।
  • এছাড়া জামুইতে 2 জন, নওদায় 8 জন, পূর্ণিয়ায় 2 জন, সুপাউলে 2 জন. ঔরঙ্গাবাদে 3 জন, বক্সারে 2 জন, মাধেপুরায় 1 জন ও কাইমুরে 2 জনের মৃত্যু হয়েছে ।

তালিকা প্রকাশের পাশাপাশি বিহারের মুখ্য়মন্ত্রী নীতিশ কুমার বজ্রাঘাতে মৃতদের পরিবারপিছু 4 লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ।

বজ্রাঘাতের খবর সামনে এসেছে উত্তরপ্রদেশের একাধিক এলাকা থেকেও । সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বিহার ও উত্তরপ্রদেশ মিলিয়ে এখনও পর্যন্ত 108 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন । লিখেছেন, "বিহারে বজ্রাঘাতে 83 জনের মৃত্যুর খবরে ভীষণভাবে চিন্তিত । সবথেকে খারাপ অবস্থা গোপালগঞ্জ জেলায় । মৃতদের পরিবারকে সমবেদনা জানাই । দুর্গতদের পাশে বাংলার মানুষ আছে ।"

ঘটনায় টুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । টুইটে তিনি লেখেন, " বিহার ও উত্তরপ্রদেশের কিছু জেলায় বজ্রাঘাতে মৃত্যুর খবর সামনে এসেছে । খুবই দুঃখজনক খবর । রাজ্য সরকারগুলি দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছে ।"

Last Updated : Jun 25, 2020, 11:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details