পাটনা, 25 জুন : বিহারে বাজ পড়ে একদিনে 80 জনেরও বেশি মানুষের মৃত্যু হল । বিহারের সরকারের তরফে জানানো হয়েছে, বজ্রপাতে আজ প্রাণ হারিয়েছেন কমপক্ষে 83 জন । আজ সকাল থেকে বাজ পড়ে মৃত্যুর খবর সামনে আসছিল বিহারের বিভিন্ন প্রান্ত থেকে । সর্বভারতীয় এক সংবাদসংস্থায় প্রকাশ, বেশ কিছু মানুষ মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ।
আজ সন্ধ্যায় বিহার সরকারের তরফে জানানো হয়, বজ্রাঘাতে এখনও পর্যন্ত 83 জন প্রাণ হারিয়েছেন । সবথেকে বেশি মৃত্যুর খবর সামনে এসেছে গোপালগঞ্জ জেলা থেকে । এখনও পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুধুমাত্র গোপালগঞ্জ থেকে । এছাড়া পূর্ব চম্পারন, দ্বারভাঙা ও বাকায় 5 জন করে, সিয়ানে ও ভাগলপুরে 6 জন করে ও মধুবনি জেলায় 8 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ।
বিহার সরকারের তরফে প্রতি জেলায় ক'জন প্রাণ হারিয়েছেন, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে । তালিকা অনুযায়ী,
- গোপালগঞ্জে বজ্রাঘাতে মারা গেছে 13 জন ।
- পূর্ব চম্পারণে মারা গেছে 5 জন ।
- সিয়ানে প্রাণ হারিয়েছে 6 জন ।
- দ্বারভাঙায় মারা গেছে 5 জন ।
- বাকা জেলায় মারা গেছে 5 জন ।
- ভাগলপুর জেলায় প্রাণ হারিয়েছে 6 জন ।
- খাগড়িয়া বাজ পড়ে মারা গেছে 3 জন ।
- মধুবনিতে মারা গেছে 8 জন ।
- পশ্চিম চম্পারণে এখনও পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ।
- সমস্তিপুরে মারা গেছে 1 জন ।
- শেওহারে মারা গেছে 1 জন ।
- কিষাণগঞ্জে মারা গেছে 2 জন ।
- সারানে এখনও পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ।
- জাহানাবাদে এখনও পর্যন্ত মারা গেছে 2 জন ।
- সীতামারি থেকে এখনও পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ।
- এছাড়া জামুইতে 2 জন, নওদায় 8 জন, পূর্ণিয়ায় 2 জন, সুপাউলে 2 জন. ঔরঙ্গাবাদে 3 জন, বক্সারে 2 জন, মাধেপুরায় 1 জন ও কাইমুরে 2 জনের মৃত্যু হয়েছে ।