দিল্লি, 2 অক্টোবর : দেশে গত দু'দিনের তুলনায় কমল দৈনিক কোরোনা সংক্রমণ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 81 হাজার 484 জন । এই নিয়ে সংক্রমিতের সংখ্যা পৌঁছাল 64 লাখের কাছাকাছি ৷ একদিনে মৃত্যু হয়েছে 1 হাজার 95 জনের ৷
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্ত হয়েছে 63 লাখ 94 হাজার 69 জন । মোট মৃত্যু হয়েছে 99 হাজার 773 জনের । সক্রিয় আক্রান্তের সংখ্যা 9 লাখ 42 হাজার 217 । শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 78 হাজার 877 জন । মোট সুস্থের সংখ্যা 53 লাখ 52 হাজার 78 জন ।