পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে কোরোনায় মৃতের সংখ্যা 1 লাখ ছুঁইছুঁই - ICMR

দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 9 লাখ 42 হাজার 217 । মোট আক্রান্ত 63 লাখ 94 হাজার 69 জন ৷

81,484 TESTED POSITIVE FOR COVID-19
81,484 TESTED POSITIVE FOR COVID-19

By

Published : Oct 2, 2020, 10:37 AM IST

Updated : Oct 2, 2020, 11:07 AM IST

দিল্লি, 2 অক্টোবর : দেশে গত দু'দিনের তুলনায় কমল দৈনিক কোরোনা সংক্রমণ । 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে 81 হাজার 484 জন । এই নিয়ে সংক্রমিতের সংখ্যা পৌঁছাল 64 লাখের কাছাকাছি ৷ একদিনে মৃত্যু হয়েছে 1 হাজার 95 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্ত হয়েছে 63 লাখ 94 হাজার 69 জন । মোট মৃত্যু হয়েছে 99 হাজার 773 জনের । সক্রিয় আক্রান্তের সংখ্যা 9 লাখ 42 হাজার 217 । শেষ 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 78 হাজার 877 জন । মোট সুস্থের সংখ্যা 53 লাখ 52 হাজার 78 জন ।

সংক্রমণের নিরিখে দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । প্রতিদিনই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 14 লাখেরও বেশি । কোরোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 37 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে সেরাজ্যে । সক্রিয় আক্রান্তের সংখ্যা 2.6 লাখের কাছাকাছি ।

1 অক্টোবর পর্যন্ত দেশে 7 কোটি 67 লাখ 17 হাজার 728 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল 10 লাখ 97 হাজার 947 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

Last Updated : Oct 2, 2020, 11:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details