পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমে নতুন করে কোরোনায় আক্রান্ত 81 - অসমে নতুন করে কোরোনায় আক্রান্ত 81

অসমে সংক্রমণের সংখ্যা বেড়ে 2 হাজার 324 । আজ নতুন করে কোরোনায় আক্রান্ত 81 ।

Corona
কোরোনা

By

Published : Jun 6, 2020, 8:47 PM IST

গুয়াহাটি, 6 জুন : আজ নতুন করে অসমে কোরোনা আক্রান্ত হলেন 81 জন । এই নিয়ে অসমে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল 2 হাজার 324 ।

অসমের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, বর্তমানে অসমে সক্রিয় সংক্রমণের সংখ্যা 1 হাজার 808 । মৃত্যু হয়েছে চার জনের । এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন 509 জন কোরোনা রোগী ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় সংক্রমণের সংখ্যা 1 লাখ 15 হাজার 942 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 6 হাজার 642 জনের ।

ABOUT THE AUTHOR

...view details