পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বায়ুসেনার শক্তিবৃদ্ধি, হাতে এল 8টি অ্যাপাচে হেলিকপ্টার - america

আজ পাঠানকোটে এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যামেরিকায় তৈরি 8টি অ্যাপাচে AH-64E অ্যাটাক হেলিকপ্টার হাতে পেল ভারতীয় বায়ুসেনা । হেলিকপ্টার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া ।

বায়ুসেনার শক্তিবৃদ্ধি, হাতে এল 8টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার

By

Published : Sep 3, 2019, 12:13 PM IST

Updated : Sep 3, 2019, 3:19 PM IST

পাঠানকোট, 3 সেপ্টেম্বর : অ্যামেরিকায় তৈরি 8টি অ্যাপাচে AH-64E অ্যাটাক হেলিকপ্টার হাতে পেল ভারতীয় বায়ুসেনা । আজ পাঠানকোটে এক অনুষ্ঠানের মাধ্যমে হেলিকপ্টারগুলি ভারতকে হস্তান্তর করা হয় । বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত হেলিকপ্টার হিসাবে বিবেচিত হওয়া এই হেলকপ্টারগুলি বায়ুসেনায় যুক্ত হওয়ায় যুদ্ধক্ষেত্রে ভারতের শক্তি আরও বৃদ্ধি হল বলে মনে করা হচ্ছে । হেলিকপ্টারটি অ্যামেরিকায় তৈরি হলেও এর বেশ কয়েকটি যন্ত্রাংশ তৈরি করা হয়েছে ভারতেই ।

হেলিকপ্টার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া । অ্যাপাচে হেলিকপ্টার প্রসঙ্গে তিনি বলেন, "এটি বিশ্বের অন্যতম ভয়ংকর আক্রমণকারী হেলিকপ্টার । এটি যেকোনও মিশন সম্পন্ন করতে সক্ষম । ভারতীয় বায়ুসেনায় অ্যাপাচে AH-64E অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হওয়ায় ভারতের শক্তি আরও বৃদ্ধি পেল ।"

হেলিকপ্টার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া

2015 সালে ভারত এই ধরনের 22টি হেলিকপ্টার সরবরাহের জন্য বোয়িংয়ের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে । 2018 সালের জুলাইয়ে প্রথম সফল পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করে হেলিকপ্টারটি । গতবছর অ্যামেরিকায় গিয়ে অ্যাপাচে উড়ানোর প্রশিক্ষণ নেন বায়ুসেনার পাইলটের প্রথম ব্যাচ ।

হেলিকপ্টারগুলি প্রসঙ্গে বোয়িংয়ের বিবৃতিতে বলে হয়, অ্যাপাচে AH-64E কার্যত যে কোনও ধরনের সামরিক অভিযানে প্রয়োজনীয় দক্ষতা দেখাতে সক্ষম । এই হেলিকপ্টারগুলি উপযুক্ত সামরিক হেলিকপ্টার । শীঘ্র সিদ্ধান্ত নিতে এটিকে ব্যবহার করা সম্ভব । সুরক্ষা, শান্তিরক্ষা কার্যক্রম, এবং প্রাণঘাতী আক্রমণ সব ক্ষেত্রেই ব্যবহার করা যাবে এই অত্যাধুনিক হেলিকপ্টারকে ।

Last Updated : Sep 3, 2019, 3:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details