পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কানপুরে দুষ্কৃতীদের গুলিতে নিহত 8 পুলিশকর্মী

এক কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন কানপুর পুলিশের ডেপুটি সুপার সহ আট কর্মী ৷ এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ অন্য়দিকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রীকেই অব্যবস্থার জন্য় দায়ী করেছেন ৷

By

Published : Jul 3, 2020, 3:03 PM IST

8 police officers killed in kanpur
কানপুর

কানপুরে দুষ্কৃতীদের গুলিতে নিহত8পুলিশকর্মী

কানপুর, 3জুলাই: শুক্রবার কানপুরের এক কুখ্যাতঅপরাধীকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ডেপুটি পুলিশ সুপারদেবেন্দ্র মিশ্র সহ আট পুলিশ কর্মী ৷

বিকাশদুবে নামক ওই অপরাধীকে ধরতে বিকরু গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ ৷ এলাকায়তল্লাশি চালানোর সময়ই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বিকাশ ও তার দলবল ৷ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ওই আট পুলিশ কর্মীর,আহত হন আরও ছয়জন ৷

ঘটনারখবর পেয়ে ঘটনাস্থলে যান কানপুরেরSSP, IGও ফরেনসিক দল ৷ ঘটনায় নিহতদেরপরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তিনিপুলিশের ডিরেক্টর জেনারেল এইচ সি অবস্তিকে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেনির্দেশ দেন এবং সমস্ত ঘটনার একটি রিপোর্ট চেয়ে পাঠান ৷

IG মোহিত আগরওয়াল জানান, গতরাত রাতের এনকাউন্টারের ঘটনায় দুইজন দুষ্কৃতীকে আটক করা হয়েছে এবং পুলিশের উপর হামলা চালানোর জন্য ব্য়বহৃত অস্ত্রগুলিও উদ্ধার করা হয়েছে ৷ ঘটনার সঙ্গে যুক্ত অন্যন্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, কানপুরের এনকাউন্টারের ঘটনা আরও একবার প্রমাণ করল যে রাজ্যে গুন্ডারাজ চলছে এবং পুলিশরা নিজেরাই সুরক্ষিত নয় সেখানে ৷ তিনি টুইটে লেখেন, ‘‘ উত্তরপ্রদেশে গুন্ডারাজ চলার আরও একবার প্রমাণিত হল ৷ যেখানে পুলিশরা সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে? নিহতদের পরিবারের প্রতি আমি শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷’’

ঘটনাস্থলে পৌছেছেন পুলিশ আধিকারিকেরা

প্রিয়াঙ্কা গান্ধি নিহতদের পরিবারেরপ্রতি শোক প্রকাশ করে বলেন,রাজ্যেআইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি হয়েছে ৷ অপরাধীরা আরও দুঃসাহসী হয়ে উঠেছে ৷

তিনি মুখ্যমন্ত্রী যোগীআদিত্যনাথের কাছে দ্রুত কড়া পদক্ষেপ করার দাবি জানিয়ে বলেন,আইনশৃঙ্খলা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন স্বয়ংমুখ্যমন্ত্রী ৷ এই ধরনের দুঃখজনক ঘটনার পর তাদের উচিত কড়া পদক্ষেপ করা,যাতে তদন্তে কোনও খামতি না থাকে ৷

ABOUT THE AUTHOR

...view details