কানপুর, 3 জুলাই : অপরাধীকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন আট পুলিশকর্মী । কানপুরের ঘটনা । মৃতদের মধ্যে কানপুরের ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্রও রয়েছেন ।
অপরাধীকে ধরতে গিয়ে খুন 8 পুলিশকর্মী - history sheeter
দাগী অপরাধীকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন আট পুলিশকর্মী । দুষ্কৃতীরা লুট করে নিয়ে যায় পুলিশের অস্ত্রও ।
গোপন সূত্রে খবর পেয়ে কানপুরের দাগী অপরাধী বিকাশ দুবেকে ধরতে চৌবেপুরের বিকরু গ্রামে যায় পুলিশের একটি দল । এলাকায় তল্লাশি শুরু করে । সেইসময় তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা । ঘটনাস্থানেই মৃত্যু হয় আট পুলিশকর্মীর । আহত হন আরও 6 জন । দুষ্কৃতীরা পুলিশের অস্ত্রও নিয়ে পালায় ।
দুষ্কৃতী হামলার খবর পেয়ে ঘটনাস্থানে যান কানপুরের SSP এবং IG । ফরেনসিক টিমও ঘটনাস্থানে পৌঁছেছে । এখনও কোনও দুষ্কৃতী ধরা পড়েনি । পুলিশ জানিয়েছে, থানায় ঢুকে এক প্রতিমন্ত্রীকে খুনসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে । বিকাশই তার দলবল নিয়ে এই হামলা চালিয়েছে ।